Home / চাঁদপুর / চাঁদপুরে মেঘনার ভাঙন ঠেকাতে ১৬৭ কোটি টাকার প্রকল্প চলছে
Meghna-Nodi-Dhoss
ফাইল ছবি

চাঁদপুরে মেঘনার ভাঙন ঠেকাতে ১৬৭ কোটি টাকার প্রকল্প চলছে

চাঁদপুর সেচ প্রকল্প রক্ষায় মেঘনার নদীর বামতীর (চাঁদপুর-হাইমচর অংশ) সংরক্ষণে ও ভাঙন প্রতিরোধে চাঁদপুর সদরের হরিণা ফেরিঘাট হতে হাইমচরের চরভৈরবী পর্যন্ত নদীর তীর সংরক্ষণে ১৬৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড-পাউবো।

২০১৭-১৮ অর্থবছরের ১ আগস্ট প্রকল্প দু’টোর অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা চাঁদপুর টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে, মেঘনার নদী ভাঙন হতে চাঁদপুর জেলার চাঁদপুর সদরের হরিণা ফেরিঘাট-হাইমচর ও চরভৈরবী-কাটাখাল বাজার রক্ষা প্রকল্প নামে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। যা চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করছে।

এরইমধ্যে পানি উন্নয়ন বোর্ড ফেরিঘাট এলাকার নদীর তীর সংরক্ষণে ৯৩০ মিটার ও হাইমচরের চরভৈরবী হতে কাটাখাল বাজার পর্যন্ত ৮৬০ মিটার তীর সংরক্ষণ ও ডাম্পিং করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে ৭৭ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা। ইহা ২০২০ সালের জুন মাসে সম্পন্ন হবে।

এদিকে হাইমচরের তেলিরমোড় এলাকায় মেঘনা নদীতে ৭ কিলোমিটার খনন কাজ করার ৪র্থবারের মত টেন্ডার প্রক্রিয়া চলছে। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯০ কোটি টাকা।

এ ছাড়াও হাইমচরের নীলকমল ইউনিয়নের ইশানবালা ও চাঁদপুর সদরের ইব্রাহীমপুর রক্ষায় ৮.৩৫০ কি.মি ৭ শ’ কোটি টাকায় তীর সংরক্ষণ, ডাম্পিং ও ড্রেজিং করার জন্যে অপর একটি প্রকল্প প্রস্তাব পেশ করা হয়েছে।

প্রতিবেদক : আবদুল গনি
এপ্রিল ২৩, ২০১৯