Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / সিরাজুল হক হাজরা বালিকা উবি পরিদর্শনে মতলব দক্ষিণ ইউএনও
মুন্সির হাট বালিকা স্কুল

সিরাজুল হক হাজরা বালিকা উবি পরিদর্শনে মতলব দক্ষিণ ইউএনও

মতলব দক্ষিণে মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে অবস্থিত সিরাজুল হক হাজরা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.শহিদুল ইসলাম। তিনি প্রতিষ্ঠাতা পক্ষের উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণের সাথে বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা সম্পর্কে অভিহিত হন।

পাশে মুন্সির হাট উচ্চ বিদ্যালয় এর বর্তমান ম্যানেজিং কমিটির সদস্যগণের কোনো আপত্তি আছে কী না এ বিষয়েও তাঁদের কাছ থেকে জানেন্। অবশেষে সিরাজুল হক হাজরা উচ্চ বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠার ব্যাপারে সম্ভব সব রকমের সহযোগিতার তিনি আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পক্ষের মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি মো.জহিরুল ইসলাম হাজরা,মুন্সির হাট বাজার কমিটির সভাপতি মো.আবদুস শুক্কুর মাস্টার ও সিরাজুল হক হাজরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিনিধি মো.আবুল কালাম হাজরা,মো.নুরুজ্জামান হাজরা, মুন্সির হাট কলেজের অধ্যক্ষ এম.এ মালেক, মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.সাখাওয়াত হোসেন ও অন্যান্য গণ্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, মতলব দক্ষিণের মুন্সিরহাট বাজারের উত্তর পাশে একটি মনোরম পরিবেশে সিরাজুল হক হাজরা উচ্চ বালিকা বিদ্যালয়ের যাত্রা শুরু হতে যাচ্ছে। ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার বেলা ১২ টায় ঢাকার সিদ্ধেস্বরি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.সাহাবুদ্দিন আহমেদ এ বালিকা বিদ্যালয়ের উদ্বোধন করেন। বালিকা বিদ্যালয়টি মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের খুবই সন্নিকটে ও একটি জনাকীর্ণ এলাকায় প্রতিষ্ঠা হতে যাচ্ছে।

লন্ডনস্থ চ্যার্টাট একাউটেন্ড মো.সিরাজুল হক হাজরা তাঁর নিজের ব্যক্তিগত উদ্যোগে .২২ শত্যাংশ ভূমির ওপর বালিকা স্কুলটি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। বর্তমানে একটি ভবন রয়েছে যাতে ৮টি কক্ষ আছে। এখন থেকেই এর সকল প্রয়োজনীয় কার্যক্রম চলছে। তবে ভর্তি চলবে কুমিল্লা বোর্ড অনুমতিতে ২০২০ শিক্ষাবর্ষে।

বিশিষ্ট শিল্পীপতি,লন্ডন প্রবাসী ও খ্যাতনামা চ্যার্টাট একাউটেন্ড মো.সিরাজুল হক হাজরা তাঁর নিজস্ব অর্থায়নে এলাকার গরীব ও অসহায় পরিবারের নারী শিক্ষা বিস্তারের জন্যে স্কুলটি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। প্রতিষ্ঠাতা পক্ষের একজন কারণ হিসেবে বলেন,‘ মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বেশি। তাই মেয়েদের শিক্ষিত করে গড়ে তোলাই এটি প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য।’

উদ্বোধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এমএ আবদুল মালেক, মতলব দক্ষিণের মেয়র মো.আওলাদ হোসেন লিটন, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.সাখাওয়াত হোসেন, প্রতিষ্ঠাতা পক্ষের জহিরূল ইসলাম হাজরা, আবদুল্লাহ আল মামুন হাজরা, নুর হোসেন হাজরা,সাব্বির হোসেন হাজরা,নুরুজ্জামান হাজরা,তাফাজ্জল হোসেন হাজরা, মমিনুল হক হাজরা ও ছাত্রলীগ নেতা আল আমিন হাজরাসহ স্থানীয় অর্ধশত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবেদক : আবদুল গনি
২০ মার্চ ২০১৯