Home / চাঁদপুর / সুন্দর জেলা চাঁদপুর চাঁদের মতো জলজল করে : তথ্য কমিশনার
information-commissioner

সুন্দর জেলা চাঁদপুর চাঁদের মতো জলজল করে : তথ্য কমিশনার

তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ জেলা কমিটি চাঁদপুর এর সাথে মতবিনিময় সভা শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার (সিনিয়র সচিব) সুরাইয়া বেগম এনডিসি।

বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর একটি সুন্দর জেলা। এটি চাঁদের মত জলজল করছে। এ জেলার সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের তথ্য আইন সম্পর্কে ধারণা রয়েছে। ৪শ’ বছর আগে সুইডেনে এই আইনটি প্রক্রিয়া শুরু হয়। জনগণের টাকা ও পরিশ্রমে একটি সরকার গঠন হয়। জনগণও চায় তার কি অধিকার রয়েছে। প্রতিটি তথ্য ও টাকা আদান-প্রদান সম্পর্কে জনগরে জানার অধিকার রয়েছে। সরকারি কর্মকর্তারা কি কাজ করছে, তার কিন্তু দায়িত্ব রয়েছে জনগনকে কি কাজ হচ্ছে তার সম্পর্কে জানানো।

তিনি আরো বলেন, আজকে যে উন্নয়ন হয়েছে, তা আমরা সকলেই গর্ব করে বলতে পারি। বর্তমান সরকার যে উন্নয়ন করেছেন, তিনি খুব স্বচ্ছ ভাবে ধীরে ধীরে উন্নয়ন কাজে এগিয়ে নিয়েছেন। আমাদের যে উন্নয়ন হয়েছে, সারা পৃথীবিতে আমরা এখন রোল মডেল। আর এটি ধরে রাখতে হবে। আমরা এখন শারিরিক এবং মানুষিক ভাবে প্রস্তুত রয়েছি। আমাদের যে কমিটি রয়েছে, আমাদেরকে জানতে হবে সত্যি সত্যি মানুষের অধিকার পূরণ হচ্ছে কিনা। আর জনগন অধিকার সম্পর্কে বুঝতে পারছে কিনা।

তথ্য কমিশনার সুরাইয়া বেগম বলেন, চারদিকে যে উন্নয়নের কাজ হচ্ছে, তার সম্পর্কে মানুষ জানতে পারবে। মূলক মানুষের যে জানার অধিকার রয়েছে, সেটি সম্পর্কে তারা যেনো বুঝেন। আমি সংবাদ কর্মীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা সংবাদের মাধ্যমে মানুষের কাছে কাজের উন্নয়ন ও অধিকার সম্পর্কে জানিয়ে দেওয়া। আমাদের অঙ্গিকারবদ্ধ থাকতে হবে, আমরা দুর্নীতি করবো না কিংবা কাউকে করতে দিবো না। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। তাই এই সকলকে এই বিষয়ে স্বজাগ থাকতে হবে।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন তথ্য কমিশনের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম খান, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জামাল হোসেন, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সফিকুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক, সচেতন নাগরিক (সনাক) চাঁদপুর এর সদস্য ডা. পীযূষ কান্তি বড়–য়া, ব্র্যাক প্রতিনিধি ফারুক আহমেদ, সনাক চাঁদপুর এর এরিয়া ম্যানেজার মাসুদ হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শওকত ওসমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রশিদ, তথ্য কর্মকর্তা নুরুল হক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বোসাক, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্র ধর।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
২৬ জানুয়ারি, ২০১৯

Leave a Reply