Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে আ.লীগ করেও ভাতা বঞ্চিত বৃদ্ধ মজিব চা বিক্রি করে জীবন পার করছেন
Mujib

হাজীগঞ্জে আ.লীগ করেও ভাতা বঞ্চিত বৃদ্ধ মজিব চা বিক্রি করে জীবন পার করছেন

নাম মজিবুর রহমান মুন্সী, বর্তমানে বয়সের বারে ভারকান্ত হয়ে জীবনের তাগিদে চা বিক্রি করে জীবন পার করছে। হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের জয়শরা মুন্সী বাড়ীর মৃত শহীদ এসকান্ধার মুন্সীরর ছেলে।

তার পরিবার সৃত্রে জানা যায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নামের সাথে তার নামে মিল রয়েছে ভেবে সে থেকে মজিব মুন্সী আওয়ামী লীগের রাজনীতিতে কাজ শুরু করেন।

মুক্তি যুদ্ধের সময় তার বাবা দেশের জন্য জীবন দিয়েছেন। বাবার রেখে যাওয়া সম্পদ নষ্ট করে ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মাঝে অনেক অর্থ ব্যায় করার নজীর রয়েছে। তার ৪ মেয়ের বিয়ে দিয়ে জায়গাজমি বিক্রি করে অসহায় হয়ে পড়ে। কিন্তু যখনি জাতীয় ও দলীয় নির্বাচন আসে তাকে বসতে দেখা যায়নি। দলপ্রেমিক মজিব নিজের স্বার্থে কখনো রাজনীতি করেন না বলে এলাকার লোকমুখে শুনা যায়।

সরেজমিন গিয়ে তার সাথে কথা হলে তিনি বলেন, আমার গ্রামে আওয়ামীলীগ করার মত কোন লোক খুজে পাইনি। বিএনপি জামায়াতের সময়ে আমার ব্যবসা বানিজ্য ঠিকমত করতে না পেরে বউ বাচ্ছা নিয়ে এলাকার বাহিরেও ৫ বছর ছিলাম। আওয়ামীল ক্ষমতায় আসায় এলাকার মাটিতে অবস্থান নিতে পেরেছি এটাই বড় পাওয়া। আওয়ামীলীগের টানা ক্ষমতায় কিন্তু কোন দিন কিছু পাইনি এতে বোন আপসুষ নেই। তবে বর্তমানে চা বিক্রি করে সংসার চালাতে গিয়ে হিমসীম ক্ষেতে হচ্ছে। বয়স্ক ভাতা পাবো এমন সুযোগ এখনও পাইনি।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্ছু বলেন, মজিব সুন্সী পুরানো আওয়ামীলীগ, তবে বয়স্ক ভাতার জন্য কখনো আমার কাছে আসেনি। বিষয়টি আমলে নিয়ে সহসায় কার্ডের ব্যবস্থা করবো।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
১৫ জানুয়ারি,২০১৯

Leave a Reply