Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে শিক্ষার্থীদের মাঝে হাইজিন প্যাক বিতরণ
haizin-pack

ফরিদগঞ্জে শিক্ষার্থীদের মাঝে হাইজিন প্যাক বিতরণ

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৩টি মাধ্যমিক প্রতিষ্ঠান ও ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হাইজিন প্যাক (সাবান, টুথব্রাশ, টুথপেস্ট ও নেইল কাটার ইত্যাদি), ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রীর বিতরণ করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাঈনুল হাসান।

এসময় তিনি বলেন, এলজিএসপি-৩ এর আওতায় হাইজিন প্যাক, ক্রীড়া সামগ্রী ও হারমোননিয়াম বিতরণ করার একটি প্রধান উদ্দেশ্য হলো সচেতনতা সৃষ্টি করা। হাইজিন প্যাক প্রদানের মাধ্যমে আমাদের ছাত্রীদেরকে বয়সন্ধি কালের স্বাস্থ্য বিষয়ক সচেতন করে তোলার প্রচেষ্টার অংশ।

তিনি বলেন, শিক্ষার্থীদের সকল ধরনের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে আমাদের নিজেদের বিশেষ করে জনপ্রতিনিধি, শিক্ষক অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমরা চাইনা নুসরাতের মতো আর কোন ঘটনা ঘটুক। যারা এসব কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিষয়ে আমরা সর্তক।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের কোন ঘটনা বা কোন নিপিড়ন বা নির্যাতনের ঘটনার কথা জানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একই সাথে শিক্ষার্থী কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোন প্রকার নৈরাজ্যতা বা এর সাথে সংশ্লিষ্টদের অপ-কর্ম কোন প্রকার সহ্য করা হবে না। কাউকে কোন ছাড় দেয়া হবে না ‘

এসময় তিনি প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের পরামর্শ দেন। ইউপি সদস্য জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মো: আলী আফরোজ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) মমতা আফরিন, চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী প্রোগ্রামার হারুনুর রশিদ।

করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল, ২০১৯