Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে জলাশয়ের বাঁধ ভেঙ্গে নিঃস্ব মাছ চাষি : অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি
Fish-Firm

ফরিদগঞ্জে জলাশয়ের বাঁধ ভেঙ্গে নিঃস্ব মাছ চাষি : অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা এলাকায় ফরিদগঞ্জ সেতু সংলগ্ন মথুরা চরে ২২শে মে বুধবার জলাশয়ের বাঁধ ভেঙ্গে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ ডাকাতিয়া নদীতে ভেসে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝিলের পাশে বসে কান্নায় ভেঙ্গে পড়েন সুমন পাটওয়ারী। অপরদিকে একদল লোক চল টেঁটা খাবর ও জাল নিয়ে আনন্দ উল্লাস করে ঝিল থেকে ভেসে আসা মাছ ধরতে পাশের ডাকাতিয়া নদীতে মাছ শিকার করে যাচ্ছে। আবার দু পাড় থেকে উৎফুল্ল জনতা চিৎকার করে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

জানাযায়, ফরিদগঞ্জ পৌরসভায় চর মথুরা এলাকায় (মথুরার চর) চলতি বছরের জানুয়ারি মাসে অর্ধকোটি টাকা ব্যায়ে কাছিয়াড়া পাটওয়ারী বাড়ির সুমন পাটওয়ারী চরের লিজ নিয়ে মাচ চাষ শুরু করেন।

মাছ চাষের সুবিদ্বার্থে তিনি পাম্পমিশিনের মাধ্যমে পাশের ডাকাতিয়া নদীর থেকে পানি বরাট করে রেখেছেন। পরবর্তীতে সকালে ঝিলে গিয়ে দেখেন ঝিলের বাঁধ ভাঙ্গা সবগুলো মাছ চলে যাচ্ছে। পানির ¯্রােতের সাথে চাষের সকল মাছ ভেসে যায়।

প্রতিবেদক- শিমূল হাছান
২৩ মে ২০১৯