Home / চাঁদপুর / চাঁদপুরে ‘অগ্নি ঝুঁকিপূর্ণ’ ভবন চিহ্নিতকরণ শুরু করেছে ফায়ার সার্ভিস
fire-service-activities
প্রতীকী ছবি

চাঁদপুরে ‘অগ্নি ঝুঁকিপূর্ণ’ ভবন চিহ্নিতকরণ শুরু করেছে ফায়ার সার্ভিস

চাঁদপুরে গড়ে তোলা বহুতল ভবনগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার তদারকি শুরু করেছে ফায়ার সার্ভিস বিভাগ। সাত তলা থেকে শুরু করে উচু ভবনগুলোর অগ্নি নির্বাপণ ব্যবস্থা পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হচ্ছে।

এরইমধ্যে শহরের বিভিন্ন এলাকার বহুতল ভবনগুলোতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা আছে কিনা তা তদন্ত করছে ফায়াস সার্ভিক কর্মীরা। আগামী সপ্তাহের মধ্যে চাঁদপুর জেলার সকল উচু ভবন পর্যবেক্ষণ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ।

এ ব্যাপারে ফরিদ আহমেদ বলেন, শহরের উচু ভবনগুলো পর্যবেক্ষণ করার জন্যে এইমধ্যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির প্রধান হিসেবে আমি এবং সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র স্টেশন অফিসার মোবারক হোসেন ও ওয়্যার হাউস ইন্সপেক্টর রুহুল আলম মজুমদার।

তিনি আরো বলেন, এরইমধ্যে আমরা তদন্ত কাজ শুরু করেছি। শহরের কয়েকটি বহুতল ভবন পরিদর্শন করেছি তার কোনটির মধ্যেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা পাওয়া যায়নি। আমরা পূর্ণাঙ্গ তদন্ত শেষে জেলার সকল বহুতল ভবনের তথ্য অনুসন্ধান করে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করা হবে।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
৮ এপ্রিল, ২০১৯