Home / চাঁদপুর / ঢাকা থেকে অপহৃত শিশু চাঁদপুরে উদ্ধার : অপহরণকারী আটক
Kidnap

ঢাকা থেকে অপহৃত শিশু চাঁদপুরে উদ্ধার : অপহরণকারী আটক

ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহৃত চার বছর বয়সী শিশু তুহিনকে চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(৮ এপ্রিল) সকালে চাঁদপুর লঞ্চঘাট থেকে মডেল থানা পুলিশ শিশুসহ অপহরণকারী আবুল হোসেন হাওলাদারকে আটক করেন।

তার বাড়ি শরীয়তপুরের তারাবুনিয়া এলাকায়। আর অপহৃত শিশুর গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায়।

শিশুর স্বজনরা জানায়, অপহরণকারী তাদের আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে রোববার বাসায় যায়। পরে শিশু তুহিনকে চকলেট কিনে দেয়ার কথা বলে বাসা থেকে নিয়ে আসে। এরপর দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে স্বজনরা পুলিশের সহযোগিতা নেয়।

শিশুর পিতা মনির হোসেন গাজী জানান, রোববার বিকেল ৩টায় তাকে অপহরণ করে লঞ্চযোগে চাঁদপুর নিয়ে আসে। দীর্ঘ সময় বাচ্চার সন্ধান না পেয়ে অপহরণকারী আবুল হোসেনের মোবাইলে ফোন করে তা বন্ধ পাই। পরে গভীর রাতে তার সাথে মোবাইলে কথা বললে বুঝতে পারি সে কোন লঞ্চে আছে। এ ধরণা থেকেই আমরা দ্রু চাঁদপুর এসে বিষয়টি পুলিশকে জানাই। এরপর তাকে লঞ্চঘাট থেকে আটক করা হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম উদ্দীন বলেন, আবুল হোসেন শিশুটিকে কেরানীগঞ্জ থেকে অপহরণ করে নিয়ে আসে। পরে তার জন্য মুক্তিপণ দাবি করে। পরে স্বজনরা তাকে ধরার চেষ্টা করার এক পর্যায়ে পুলিশ অপহরণকারীকে আটক করে।

ওসি আরো বলেন, এই ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
৮ এপ্রিল,২০১৯