Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে বৃদ্ধা নিহত
fire-in-matlab-home

মতলবে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে বৃদ্ধা নিহত

চাঁদপুরের মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২৬ মে) সন্ধ্যা সোয়া ৬টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মুন্সিবাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এসময় বসতঘরে থাকা মূল্যবান জিনিসপত্র উদ্ধার করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে মিলন বেগম (৫৫) নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে। নিহত মিলন বেগম মো. মোস্তফা মুন্সির স্ত্রী।

সরেজমিনে জানা যায়, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে রোববার সন্ধ্যা সোয়া ৬টায় মোস্তফা মুন্সির বসতঘরে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুন লাগার সাথে সাথে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের তীব্রতা বৃদ্ধি পায়। মোস্তফা মুন্সির ডাকচিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। এদিকে আগুন লাগার খবর পেয়ে মতলব দক্ষিণের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে মো. মোস্তফা মুুন্সির ২টি বসত ঘর, একটি রান্না ঘর সহ মোট ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে বসতঘর, স্বর্ণালংকার, নগদ টাকা, রবি শস্য ও আসবাবপত্রসহ প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত মোস্তফা মুন্সি জানান।

এসময় ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র উদ্ধার করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে মোস্তফা মুন্সির স্ত্রী মিলন বেগম (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে সান্তনা দেন।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইসচার্জ একেএমএস ইকবাল জানান, অগ্নিকা-ে নিহত মিলন বেগমের লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
২৬ মে ২০১৯