Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী যাঁরা
vice chearman

ফরিদগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী যাঁরা

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নারীদের জন্য নির্ধারিত (সংরক্ষিত মহিলা) ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা প্রস্তুত হচ্ছেন ভোটের লড়াইয়ে উত্তীর্ণ হওয়ার জন্যে। বিভিন্ন সভা সমাবেশে উপস্থিতির মধ্যে দিয়ে তাদের প্রার্থীতার বিষয়টি জানান দিচ্ছেন। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা নিয়ে কথা হয় কয়েকজন প্রার্থীর সাথে।

উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রীনা নাসরিন তৃতীয়বারের মতো ভাইস চেয়ারম্যান প্রার্থী হবেন। তিনি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। ২০০৯ সালে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে তিনি ১২৬ ভোটের ব্যবধানে বিএনপি সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হন। কিন্তু ২০১৪ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে বিজয়ী হন।

তিনি চাঁদপুর টাইমসকে বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি করি। অতীতে দলের জন্য কাজ করেছি। দল যদি সমর্থন দেয় তাহলে ভাইস চেয়ারম্যান পদে আবারো প্রার্থী হবো।’

অপরদিকে উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা স্মৃতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী। তিনি ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন নিয়ে জয় লাভ করেছিলেন। সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে জয়ের কাছাকাছি গিয়েও আ’লীগের প্রার্থীর কাছে হেরে যান।

আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়া সর্ম্পকে চাঁদপুর টাইমসকে বলেন,‘আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম চেষ্টা করেছি জনগনের কল্যাণে কাজ করতে। আসন্ন নির্বাচনে প্রার্থী হবো।’

এদিকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করতে চান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার শেলী। একসময় ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে পড়ুয়া শেলী সামনে থেকে ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে সুপরিচিতি অর্জন করেন। পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল গণি মেম্বারের মেয়ে সেলিনা আক্তার শেলী শিক্ষা জীবনে মার্ষ্টাস ডিগ্রি অর্জন করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া সর্ম্পকে চাঁদপুর টাইমসকে বলেন,‘ছাত্রী অবস্থায় আ’লীগের দলীয় রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। সব সময় চেষ্টা করেছি দলের জন্য কাজ করতে। এছাড়া গরীব অসহায় মানুষের কল্যাণে নিজেকে সব সময় পাশে রেখেছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে প্রার্থী হবো। আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।’

এছাড়া ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে আরেক প্রার্থী ফরিদগঞ্জের বিশিষ্ট ধর্নাঢ্য ব্যক্তি, কাতারের মার্বেল টাইলস ব্যবসায়ী, সমাজসেবক মো. জালাল আহম্মেদের বোন মাজেদা বেগম। ব্যাপক গরীব অসহায়দের মাঝে ব্যাপক দান-অনুদানের জন্যে জালাল আহম্মেদের পরিবারের সদস্যদের সমগ্র ফরিদগঞ্জে ব্যাপক সুনাম রয়েছে।

প্রার্থী হওয়ার বিষয়ে মাজেদা বেগম বলেন,‘দীর্ঘ দিন ধরে আমাদের পারবার সামাজিক নানা কাজ করে আসছে। শুধুমাত্র জনসেবা করার জন্যই আমি ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে প্রার্থী হবো। এ জন্যে সকলের দোয়া ও সহযোগীতা চাই।’

প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
২২ জানুয়ারি,২০১৯

Leave a Reply