Home / চাঁদপুর / ফরিদগঞ্জে পুলিশের সাথে গোলাগুলিতে ডাকাত সদস্য নিহত -ভিডিও
faridganj-police-and-robber

ফরিদগঞ্জে পুলিশের সাথে গোলাগুলিতে ডাকাত সদস্য নিহত -ভিডিও

চাঁদপুর ফরিদগঞ্জের থানা পুলিশের সাথে গোলাগুলিতে ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৯ অক্টোবর মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ডাকাতের নাম জানা যায়নি।

পুলিশের দাবি গোলাগুলিতে আহত হয়েছে ৩ জন পুলিশ, এরা হচ্ছে এ এস আই মঞ্জুর আলম, কনস্টেবল দেলোয়ার, কনেেষ্টবল ইসমাইল।

মঙ্গরবার ভোর রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দ বাজার এলাকার রাড়ী বাড়ীর সুপারি বাগানে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতের ফেলে রাখা একটি এলজি, ৪ রাউন্ড কার্টুজ, ১টি রামদা , ১ টি কুড়াল, ১টি চাপাতি ও ১টি এম এম ষ্টিলের পাইপ উদ্ধার করেছে পুলিশ।

থানা পুলিশ যানায় ১০/১৫ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর শুনে পুলিশ ঘটনাস্থুলে গেলে ডাকাতরা পুলিশেকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। পুলিশ এ সময় আত্বরক্ষার্থে শর্টগান থেকে ১০ রাউন্ড গুলি বর্ষণ করে। প্রায় একঘন্টা দরে চলে ডাকাতের সাথে পুলিশের গোলাগুলি। এ সময় ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী করে দেখা যায় গুলিবিদ্ধ হয়ে অঙ্গাতনামা এক যুবক মাটিতে পড়ে আছে। গুলিবিদ্ধ যুবকটিকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তৃব্যেরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, সহকারী উপ-পরিদর্শক মঞ্জুর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কড়ৈতলী এলাকায় টহল দিতে যাচ্ছিল।

এসময় আনন্দবাজার এলাকার পাশে পৌঁছালে বাগান থেকে একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা পুলিশ ছুড়ে। এতে ডাকাতদল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের একজনের লাশ পাওয়া যায়। একই সঙ্গে একটি এলজি ও দুটি রামদা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এর আগে গত রবিবার রাতে আনন্দবাজার এলাকার পাশ্ববর্তী শাহাপুর গ্রামের আখনবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় তিনটি বসতঘরে ঢুকে ডাকাতদল স্বর্ণালঙ্কার, নগদ টাকা নিয়ে যায়। এই ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়।

প্রতিবেদক : শিমুল হাছান, ২৯ অক্টোবর ২০১৯