Home / সারাদেশ / ফরিদগঞ্জে মৎস্য সপ্তাহ পালনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
faridganj..

ফরিদগঞ্জে মৎস্য সপ্তাহ পালনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বুধবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী জাতীয মৎস্য সপ্তাহ -২০১৯ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে স্থানীয় মৎস্য দপ্তরে।

মৎস্য কর্মকর্তা তার লিখিত বক্তব্যে তিনি বলেন, সারা দেশের ন্যায় ফরিদগঞ্জে মৎস্যা সপ্তাহ পালনের কর্মসূচী গ্রহন করা হয়েছে। আমাদের কুমিল্লায় স্বাধীনতার ২ বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক জনসভায় বলেন, মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মূদ্রা অর্জনকারী সম্পদ। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে আমাদের বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলছেন।

তাইএবারের শ্লোগান হচ্ছে, “মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি,সমৃদ্ধি ও সর্বোপরি দারিদ্র দূরীকরণে মৎস্য খাতের অবদান খুবই গুরুতা¦পূর্ণ। অত্র উপজেলার মানুষের মাঝে মাছ চাষের আগ্রহ দিনদিন বেড়েই চলছে। ধানের সাথে মাছ চাষ শুরু হওয়ার পর অধীক লাভ দেখে কৃষকরা এখন আর ধান চাষ না করে নিবিড় মৎস্য চাষ করা শুরু করেছে।

এ উপজেলায় ৩৯টি প্লাবন ভূমি ও ১০ হাজার ৬শত ৬৫টি পুকুর আছে। এছাড়া ১৩টি খাল ও ২৯টি বরোপিট রয়েছে। আমরা মাছ চাষে আগ্রহ সৃষ্টিতে সদা প্রস্তুত রয়েছি।

এ উপজেলার মাছের চাহিদা পুরুণ করে বাহিরে মাছ সরবরাহ করতে সক্ষম হয়ে উঠেছে। আসুন আমরা সবাই মৎস্য আইন মেনে চলি , দেশের সম্পদ রক্ষা করি। তাহলে আমাদের মাছে ভাতে বাঙ্গালী প্রচীন সেই প্রবাদটির বাস্তবে রূপদান করতে পারবো। আগামী প্রজন্মের জন্য আমিষের চাহিদা পুরুন করে মেধা সম্পন্ন জাতী গঠনে মৎস্য সম্পদ রক্ষার বিকল্প নেই।

প্রতিবেদক- শিমূল হাছান
১৭ জুলাই ২০১৯