Home / চাঁদপুর / চাঁদপুরে ৫ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর
Fani-fact-in-chandpur

চাঁদপুরে ৫ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে শুক্রবার (৩ মে) দুপুরের পর থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত শুরু হওয়ায় চাঁদপুরের চরাঞ্চলের মানুষ সকাল থেকেই নিরাপদে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া শুরু করেছে জেলা প্রশাসন।

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ উপজেলার প্রায় ৫ হাজার চরাঞ্চলে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের সদস্যরা মাইকিং করে জন সচেতন করতে দেখা যায় এবং নদীর তীরবর্তী লোকজনকে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে।

আজ সকাল থেকে চাঁদপুর সদরের ইব্রাহীমপুর ও রাজরাজেস্বর ইউনিয়নন থেকে ১ হাজার, হাইমচর উপজেলার চরাঞ্চল থেকে ৩ হাজার এবং মতলব উত্তর উপজেলা থেকে ১ হাজার চরাঞ্চলের মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রান কর্মকর্তা কেবিএম জাকির হোসেন।

তিনি জানান, চাঁদপুরের চরাঞ্চলে ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এজন্যে আমরা আজ থেকে তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। আমারা প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার টার্গেট ছিলো। আমরা এখনো কাজ চালিয়ে যাচ্ছি। চরাঞ্চল মানুষদের বুজিয়ে আমরা নিরাপদ স্থানে নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
৩ মে ২০১৯