Home / চাঁদপুর / মার্কিন যুক্তরাষ্ট্রে চাঁদপুরের মেয়ে ইলিনের চিত্র প্রদর্শনী
Elina-Art

মার্কিন যুক্তরাষ্ট্রে চাঁদপুরের মেয়ে ইলিনের চিত্র প্রদর্শনী

চাঁদপুরের খুদে চিত্রশিল্পী ইফরিত নাওয়ার ইলিনের যৌথ চিত্র প্রদর্শনী মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬৭৫ অ্যারবোরেটিয়াম ডাঃ ছাসকা মিনেসোটা ৫৫৩১৮ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। গত ১৭ থেকে থেকে ১৯ আগস্ট সোমবার (১৭ তারিখ সকাল ১০টা এবং ১৮ ও ১৯ তারিখ বিকাল ৪টায়) এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

খুদে চিত্রশিল্পী ইলিন চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার বাসিন্দা জনতা ব্যাংক লিমিটেড চাঁদপুর কো-অপারেটিভ শাখার অফিসার। ইফতির মাতা সাহিন সালমা (এম.এ.) এবং ভাই সাজিদ মোস্তাফিজ রাফিন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টে ৩য় সেমিস্টারের শিক্ষার্থী।

ইফরিত নাওয়ার ইলিনের পরিবার জানায়, ছোটবেলা থেকেই সে পড়ালেখার পাশাপাশি চিত্রাঙ্কন, নৃত্য ও গান নিয়মিতভাবে চর্চা করে আসছে। বাবা, মা ছবি আঁকা খুব পছন্দ করেন। তাদের আশা ইলিন একদিন বড় মাপের চিত্রশিল্পী হবে।

এরইমধ্যে চাঁদপুর শহরের বিভিন্ন চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন মানের পুরস্কার পেয়েছে। তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন শিশু বিদ্যালয় ও বর্তমানে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ইলিন ৫ বছর বয়স থেকে চিত্রশিল্পী মনির হোসেন মান্নার কাছ থেকে চিত্রাঙ্কন শেখা শুরু করে এবং বর্তমানেও চিত্রাঙ্কন চর্চা করে আসছে।

ইলিনের ছবি আঁকার মাধ্যম হচ্ছে : পেন্সিল স্কেচ, পেন্সিল রং, এক রং, পেস্টেল রং, জল রং, তেল রং, ডটপিন, ক্যানভাস। সে দেশ-বিদেশের সকলের দোয়া কামনা করেছেন।

প্রতিবেদক- আশিক বিন রহিম, ১৯ আগস্ট ২০১৯