Home / চাঁদপুর / চাঁদপুরে পুকুরে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
electricity-shoked

চাঁদপুরে পুকুরে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড ভূইয়া বাড়ির দিঘীতে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে জিহাদুল হাওলাদার (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) দুপুর ২টায় এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। জিহাদ শহরের জামতলা এলাকার হাওলাদার বাড়ির ইদ্রিস হাওলাদারের ছোট ছেলে। সে শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। তার বড় ভাই জিদান একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার জানায়, স্কুল ছুটি শেষে জিহাদ কোড়ালিয়া রোড দিয়ে বাড়ি যাচ্ছিল। এসময় ভূইয়া বাড়ির দিঘীতে চাষকৃত একটি কাতল মাছের পোনা মৃত অবস্থায় ভেসে উঠলে। মাছটি পানি থেকে তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কারণ রাস্তার পাশে থাকা বিদ্যুৎ বিভাগের খুঁটির টানা দেওয়া একটি তার ওই দিঘির পানিতে ছিল। ৩৩ হাজার ভোল্টের মূল বিদ্যুতের তারটি টানা দেওয়া তারের সাথে লেগে থাকার কারণে জিহাদ পানিতে হাত দিলেই ঘটে বিপত্তি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ইদ্রিস হাওলাদারের ২ পুত্রের মধ্যে জিহাদ ছিল সবার ছোট। তার এই করুণ মৃত্যুতে জামতলা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিদ্যুতের তারটি পানির মধ্যে রয়েছে। হাওলাদার বাড়িতে গিয়ে দেখা যায়, তার পিতা-মাতার আর্তনাদে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

প্রতিবেদক- আশিক বিন রহিম, ৮ আগস্ট ২০১৯