Home / চাঁদপুর / চাঁদপুরে তরুণদের প্রচেষ্টায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ
Anghikar

চাঁদপুরে তরুণদের প্রচেষ্টায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ভাঙ্গারপাড় গ্রামের লাল মিয়া বেপারি বাড়ির শারিরীক প্রতিবন্ধী মোঃ দুলাল বেপারীকে তরুণদের সমন্বয়ে গঠিত অঙ্গীকার বন্ধু সংগঠনের পক্ষ থেকে একটি হুইলচেয়ার বিতরণ করা হয়। ৭ই আগস্ট দুপুর ২টার সময় সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে হুইলচেয়ার দেওয়া হয়।

উক্ত হুইলচেয়ার বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের এলিট পরিষদের সদস্য মোঃ আনিছ দেওয়ান, শুভাকাঙ্ক্ষী মোঃ মনির হোসেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন মিয়াজী, কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন,

সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মেহেদি হাসান মিয়াজী, আপ্যায়ন সম্পাদক মোঃ বেলাল হোসাইন, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ ফয়েজ মনির, সদস্য পারভেজ তালুকদার, মোঃ আব্দুল মান্নান সরকার, মোঃ মিনার মৃধা সহ আরো অনেকে।

তরুণদের এ সংগঠনটি চাঁদপুর জেলায় একাধিক সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

প্রতিবেদক- আশিক বিন রহিম, ৮ আগস্ট ২০১৯