Home / চাঁদপুর / চাঁদপুরে মাদকে ছাড় নয়, বাল্যবিয়ে পড়ালে কাজীর লাইসেন্স বাতিল
drug-and-fraud-kazi-action

চাঁদপুরে মাদকে ছাড় নয়, বাল্যবিয়ে পড়ালে কাজীর লাইসেন্স বাতিল

চাঁদপুর শহরের পুরাণবাজারে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় পুরাণবাজার পুলিশ ফাঁড়ির আয়োজনে স্থানীয় মেয়র সড়কে (নতুন রাস্তায়) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী।

তিনি বলেন, মাদক নির্মূলসহ সমাজিক অপরাধ প্রতিররোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হবে। কারণ আপনার এলাকা, আপনার সামাজ সুরক্ষায় আপনারও দায়বদ্ধতা রয়েছে। তাই পুলিশকে আপনারা সহোযোগিতা করবেন। আপনারা সাসাজিকভাবে প্রতিরোধ গড়ে তুললে, সামাজিক ভাবে মাদকবিক্রেতাকে বয়কট করলে মাদক থাকবে না।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান।অতিথের চেয়ে আরও জোরালো হয়েছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু হেয়ে গেছে। তাই মাদক বিক্রেতারা সাবধান হয়ে যান। মাদক ছেড়ে দিন। মাদকের মতো বাল্য বিয়ে নিরোধে পুলিশ কাজ করছে। এখন থেকে কোনো কাজী বাল্য বিয়ে পড়ালে তার লাইসেন্স বাতিল করা হবে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য শহীদ হোসেন।

পুরাণবাজার পুলিশ ফাঁড়ির এসআই পলাশ বড়ুয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাঁধা গৌবিন্দ গোঁপ, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পুরাণবাজার একুশ উদযাপন পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধার মুজিবুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং অঞ্চল ৮ এর সভাপতি নকীবুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি শাহজাহান মাতাব্বর, জাতীয়পার্টির নেতা স্বপন দেওয়ান, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোবারক বেপারী, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশীদ, পুলিশ পরিদর্শক (সিপিআই) মো. আব্দুর রব, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. জাহাঙ্গীর হোসেন, কমিউনিটি পুলিশিং অঞ্চল ৮ এর সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বেপারী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ খান ডেঙ্গু, ২নং ওয়ার্ড যুবলীগের সাবেব সভাপতি কামাল হাওলাদার, বর্তমান কমিটির সভাপতি শাহাদাত পাটওয়ারী।

অনুষ্ঠানের সার্বিক সহোযোগিতায় ছিলেন, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, ২নং ওয়ার্ড কাউন্সিলর ছিদ্দিকুর রহমান ঢালী।

প্রতিবেদক- আশিক বিন রহিম
২৩ ফেব্রুয়ারি, ২০১৯