Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে ড্রেজার ব্যবসায়ী নারীর কারাদণ্ড
dreasing-bali
মেঘনায় একাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন।

মতলব দক্ষিণে ড্রেজার ব্যবসায়ী নারীর কারাদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামে রাবেয়া আক্তার নামে এক ড্রেজার ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এবং ড্রেজারের সমস্ত মালামাল জব্দ করা হয়।

রোববার (৪ আগস্ট) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূসরাত শারমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় ঘোষনা করেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১ ধারায় ওই নারীকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। সে ঘোড়াধারী গ্রামের সাদেক মুন্সির স্ত্রী।

সহকারি কমিশনার (ভূমি) নূসরাত শারমিন বলেন, ড্রেজার ব্যবহারে কোনো অনুমতি না থাকায় এবং জমি থেকে বালু উত্তোলন করার দায়ে রোকেয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

এছাড়া ড্রেজারের সকল মালামাল জব্দ করা হয়। তিনি আরোও বলেন, কোনো ভাবে ল্যান্ডের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ দূর্বলগ্রস্থ স্থলভাগের মাটিতে ড্রেজার বসানো যাবে না। এ আইন অমান্য করলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক, ৪ আগস্ট ২০১৯