Home / সারাদেশ / হাইমচরে আলগী-চরভৈরবী ইউনিয়নে জেলেদের চাল বিতরণ
Haimchor-2

হাইমচরে আলগী-চরভৈরবী ইউনিয়নে জেলেদের চাল বিতরণ

চাঁদপুরের হাইমচরে ইলিশ সম্পদ রক্ষায় মেঘনায় জাটকা অভিযান চলাকালীন জেলেদেরকে নদীতে মাছ ধরার থেকে বিরত রাখার জন্য সরকার জেলে পূর্নবাসনের জন্য চাল দিচ্ছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টায় আলগী দূর্গাপুর দক্ষিণের ২,৬৫০ জন জেলে ও চরভৈরবী ইউনিয়নের ২,৭৪৫ জন জেলেদের ৪০ কেজি করে চাল বিতণের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাক।

হাইমচর উপজেলায় দু টি ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণে করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার। হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মা®টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন প্রধানীয়া,টেক অফিসার উপজেলা ইউআরসি প্রশিক্ষক মো.বোরহান উদ্দিন, ইউপি সদস্য মমিন দালাল, দেলোয়ার হোসেন ও পারভেজ হাওলাদার প্রমুখ।

আলগী দূর্গাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল জলিল, আলগী দক্ষিণ ইউনিয়নের টেক অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.ইলিয়াছ হোসেন, সচিব মো. বশির উল্লাসহ ইউপি সদস্যগণ।

প্রতিবেদক : বিএম ইসমাইল
৭ মার্চ ,২০১৯