Home / চাঁদপুর / ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামকে চাঁদপুরের যেসব সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
chandpur-journalist-forum

ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামকে চাঁদপুরের যেসব সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভা করেন শিক্ষামন্ত্রী। চাঁদপুরে জন্মস্থান এবং ঢাকার বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজ করেন এমনদের গঠিত সাংবাদিক ফোরামের সাথে আলোচনায় চাঁদপুরবাসির জন্য বেশ কিছু সুখবর দেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ তার ফেসবুক ওয়ালে সুখবরগুলো তুলে ধরেন। সেগুলো হলো-

০১. মেঘা প্রকল্প তৈরীর কাজ চলছে। যা পুরো চাঁদপুরকে পাল্টে দিবে। ০২. চাঁদপুরের সাথে ঢাকার রেল যোগাযোগ স্থাপিত হবে। যেটা চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে ঢাকায় আসার জন্য একটা বিকল্প রেল যোগাযোগ হবে। যাতে ঢাকা থেকে ১ ঘন্টায় চাঁদপুর যাওয়া যাবে। এবং ঢাকার সাথে চট্টগ্রামের রেলপথ আরো কমে যাবে।

০৩. মেঘনা নদীর পাড় ঘিরে আধুনিক রিভার ড্রাইভ হবে। যেটা কক্সবাজার থেকে টেকনাফের মেরিন ড্রাইভের আদলে হবে। ০৪. পর্যটন করপোরেশনের আওতায় চাঁদপুরে থাকবে আধুনিক নৌযান। যে নৌযানে নদী থেকে ইলিশ ধরার পর তাৎক্ষণিক তা রেঁধে খাওয়ার ব্যবস্থা থাকবে।

০৫. চাঁদপুরের পর্যটন শিল্পকে আধুনিক মানের যুগোপযোগী করা হবে। ০৬. চাঁদপুরের রাস্তাঘাট আরো সুন্দর করা হবে। ০৭. চাঁদপুরের আধুনিক নৌবন্দরের কাজ আগামী মাসে শুরু হবে।

০৮. চাঁদপুরের ব্যবসা বাণিজ্যসহ হারানো সব ঐতিহ্য ফিরিয়ে আনা হবে, সেই সাথে চাঁদপুরে আরো নতুন ঐতিহ্য যুক্ত করা হবে।

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম চাঁদপুরের উন্নয়নের জন্য কিছু প্রস্তাব দেয়, যার নোট তিনি নিজ হাতে নেন। আমাদেরকে অবাক করে দিয়ে প্রত্যেক সদস্যের ফোন নাম্বার নেন। তিনি চাঁদপুরের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান, এবং সাংবাদিকদের এই ফোরামের সকল কাজে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।

এসব পরিকল্পনার সবই এখনো প্রাথমিক পর্যায়ে। কিন্তু যেহেতু তিনি মেডিকেল কলেজ করেছেন, বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে, সাংবাদিকরা আশা করেন এসব কাজও তিনি পারবেন। এবং তিনি করে দেখাবেন।

মতবিনিময় সভায় ফোরামের সভাপতি মিজান মালিক, সহ-সভাপতি আজিজুর রহমান রিপন, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, যুগ্ম সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মান্না, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইবনে নূর শাওন, দফতর সম্পাদক গিয়াসউদ্দিন, প্রচার সম্পাদক এস এম জাকির হোসাইন, নির্বাহী সদস্য আবু কাওসার, জসিম উদ্দিন, জাকির মজুমদার, সামছুজ্জামান নাঈম, সাঈদ আল হাসান শিমুল, আবদুল হাই তুহিন, কাজী ফয়সাল, এমএইচ রবিন, এবং আল আমিন উপস্থিত ছিলেন।

করেসপন্ডেন্ট, ১ অক্টোবর ২০১৯