Home / শীর্ষ সংবাদ / চাঁদপুর মেডিকেল কলেজের শুভ উদ্বোধন আজ
Chandpur-Medical-College

চাঁদপুর মেডিকেল কলেজের শুভ উদ্বোধন আজ

উন্নয়ন আর অগ্রগতির দিক দিয়ে চাঁদপুর আরো একটি ইতিহাস গড়তে যাচ্ছে আজ। এ জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন চাঁদপুরে একটি মেডিকেল কলেজ হওয়া, এ স্বপ্নটি আজ বাস্তবে পথচলা শুরু হতে যাচ্ছে এ মেডিকেল কলেজের ১ম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনের মধ্য দিয়ে।

আর এ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের বাস্তবরূপ আজ হতে যাচ্ছে, সেই স্বপ্নের চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে পর পর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ দীপু মনির হাত দিয়েই চাঁদপুর মেডিকেল কলেজের শুভ পথচলা শুরু হচ্ছে আজ। এ ক্ষেত্রে আরো আনন্দের বিষয় হচ্ছে ডাঃ দীপু মনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের দু’দিন পরই কাঙ্ক্ষিত ‘চাঁদপুর মেডিকেল কলেজের’ দ্বার উন্মোচন করছেন। আর শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এটিই তাঁর প্রথম কোনো পাবলিক প্রোগ্রাম।

আধুনিক বাংলাদেশের রূপকার, জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে বাস্তবায়িত স্বপ্নের ‘চাঁদপুর মেডিকেল কলেজ’র এমবিবিএস ১ম বর্ষের পাঠদান কার্যক্রমের শুভ সূচনা হতে যাচ্ছে আজ ১০ জানুয়ারি বৃহস্পতিবার।

এ মেডিকেল কলেজের প্রথম ব্যাচ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

আজ বেলা ১২টায় চাঁদপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে (আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপতাল প্রাঙ্গণ) এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জামাল সালেহ উদ্দিন।

চাঁদপুর মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ১ম বর্ষের কার্যক্রম নির্ধারিত ৫০ জন ছাত্র-ছাত্রী দিয়ে শুরু হচ্ছে। কলেজটির মূল ভবন হওয়ার আগ পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহার হবে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের চতুর্থ তলা। চতুর্থ তলার উত্তর অংশের কেবিন বস্নকটিই এখন মেডিকেল কলেজের শ্রেণীকক্ষ তথা পাঠদানকক্ষ ও প্র্যাক্টিক্যাল রুম হিসেবে ব্যবহার হবে। আরো থাকবে অধ্যক্ষ ও প্রশাসনিক কার্যালয়।

গতকাল বুধবার সরজমিনে গিয়ে দেখা গেছে যে, কক্ষগুলোর প্রস্তুতকরণের সর্বশেষ কাজ চলছে। কলেজের একজন কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, ছাত্র-ছাত্রীদের আবাসনের জন্যে ডক্টর্স কোয়ার্টারের দু’টি ভবন প্রস্তুত করা হয়েছে। একটিতে ছাত্ররা থাকবে আর অপরটিতে ছাত্রীরা থাকবে।

সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার মোট ছয়দিন ক্লাস হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ক্লাস কার্যক্রম চলবে। তিনি আরো জানান, এ কলেজের জন্যে প্রথমবারের মতো চারজন লেকচারার নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে যোগদান করেছেন তিনজন। পরবর্তীতে সহযোগী অধ্যাপক নিয়োগ দেয়া হবে।

করেসপন্ডেট
১০ জানুয়ারি,২০১৯

Leave a Reply