Home / শীর্ষ সংবাদ / চাঁদপুরে চলছে ৪ মাস ব্যাপি ড্রাইভিং কোর্স
ড্রাইভিং কোর্স

চাঁদপুরে চলছে ৪ মাস ব্যাপি ড্রাইভিং কোর্স

অর্থমন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের সার্বিক অর্থায়নে এবং‘স্কীল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টম্যান্ট প্রোগ্রাম’র অধীন চাঁদপুরে চলছে ৪ মাস ব্যাপি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স। এ কোর্সে ৫০ ভাগ মহিলাকে অগ্রাধিকার দেযা হচ্ছে । এটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে পরিচালিত হচ্ছে ।

২০১৮-২০১৯ অর্থবছরের জানুয়ারিতে চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান এর প্রথম কোর্সটির উদ্ভোধন করেন বলে সমন্বয়কারী প্রকৌশলী মো.সিরাজুল ইসলাম চাঁদপুর টাইমসকে ১১ নভেম্বর জানান। ২০২২ -২০২৩ অর্থবছর পর্যন্ত প্রকল্পটি ছরমান থাকবে।

তাঁর দেয়া তথ্য মতে,চাঁদপুরে প্রতি ব্যাচের জন্যে ২০ মহিলা ও ২০ জন পুরুষকে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে বাছাই করে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

এরইধ্যে দু’টো ব্যাচ সম্পন্ন হয়েছে। বর্তমানে এর ৩য় ব্যাচ চলছে। যা ডিসেম্বর পর্যন্ত চলবে। ড্রাইভিং প্রশিক্ষণ শেষে বিআরটিএ পুলিশ ভ্যারিবিকেশনের সম্পন্নের পর তাদেরকে ড্রাইভিং প্রদান করা হবে।

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কর্তৃক পরিচালিত স্কীল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টম্যান্ট প্রোগ্রামের প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ প্রতিদিন এ ৪০ জনকে পর্যায়ক্রমে সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চাঁদপুর বিআরটিএ প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স পেলেই তারা চাকুরি ক্ষেত্রে প্রবেশের সুযোগ পাবে।’

প্রশিক্ষণ কোর্সটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন,‘বর্তমানে বিদেশের শ্রম বাজারে মহিলা ড্রাইভারের যথেষ্ঠ চাহিদা রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য,আমেরিকা ও যুক্তরাজ্যে পুরুষের পাশাপাশি মহিলাদেরকে এ শ্রম বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অর্থমন্ত্রণালয় এডিবি’র সহায়তায় প্রোগ্রাগটি গ্রহণ করে। চাঁদপুরসহ ২৩ টি জেলায় এ প্রকল্পটি এখন চালু রয়েছে।’

চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান প্রকল্পটির ক্ষেত্রে খুবই আন্তরিক এবং তিনি এর সার্বিক তত্ত্বধায়নে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছেন বলে তিনি জানান।

প্রশিক্ষণগ্রহণকারী কামরুন্নাহার বলেন,‘বর্তমান সরকার বিদেশে চাকুরির বেলায় নারীদের অগ্রাধিকার দিয়েছেন্। তাই আমরা এ ২০ জন এরই অংশ হিসেবে ড্রাইভিং শিখে চাকরি করে নিজেরা আত্মনির্ভরশীল হতে পারব এবং প্রয়োজনে বিদেশেও যাব চাকুরির নিশ্চয়তা পেলে্। তবে নারীদের নিরাপত্তার বিষয়টি সরকাকে দেখতে হবে।’

আবদুল গনি, ১১ নভেম্বর ২০১৯