Home / চাঁদপুর / চাঁদপুর জেলা প্রশাসনের ইফতার মাহফিল
chandpur-dc-iftar

চাঁদপুর জেলা প্রশাসনের ইফতার মাহফিল

প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) বিকেলে চাঁদপুর ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

তিনি বক্তব্যে বলেন, আপনাদের প্রতিনিধি হিসেবে আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন। তাই আমি আপনাদের সেবক হিসেবে কাজ করছি। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সকলে যেন তার দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারে। এই জন্য তিনি মহান আল্লাহ’র কাছে দোয়া কামনা করেন।

এছাড়া জাতির পিতাসহ নিহত সকল শহীদদের স্বরণেও তিনি দোয়া কামনা করেন। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান এর সভাপতিত্বে অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মোঃ আজিজুল হক, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, নৌ পুলিশ সুপার জামশের আলী, জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী,

চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান,

স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুণ নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. শেখ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা আফরোজ, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান,

মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরসহ বিভিন্ন দপ্তর প্রধানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাও. মোশাররফ হোসেন।