Home / শীর্ষ সংবাদ / চাঁদপুর সদরে থাকছে ইভিএম : দায়িত্বরতদের পদত্যাগ করতে হচ্ছে না
Election upzella

চাঁদপুর সদরে থাকছে ইভিএম : দায়িত্বরতদের পদত্যাগ করতে হচ্ছে না

তিন পদেই সমান জামানত ১০ হাজার টাকা, ইউনিয়ন প্রতি ভোটার তালিকার সিডি মূল্য ৫শ’ টাকা, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ২৮ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ।

চাঁদপুরের ৭ উপজেলাসহ ২৪ মার্চ ভোট গ্রহণের দিন নির্ধারণ করে গত ১৪ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করেছেন জেলা রিটার্নি কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।

সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন কর্মকর্তাগণ সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র অনলাইন কিংবা সরাসরি দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি। এ তারিখের মধ্যে সকাল ৯টা থেকে ৫ টা পর্যন্ত মনোনয়ন গ্রহণ করা হবে

তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ২৮ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ। তবে ঘোষিত তফসিলে প্রতীক বরাদ্দের তারিখ প্রকাশ করা হয়নি।

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র ও দলীয় উভয় প্রার্থীদের ক্ষেত্রে ১০ হাজার টাকা জামানতসহ প্রার্থীরা তাদের সংশ্লিষ্ট উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার জন্যে ৫শ’ টাকা করে ভোটার তালিকা সংবলিত সিডির মোট মূল্য ব্যাংকে জমাদানের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়ন ফরম ও ভোটার তালিকা সংগ্রহ করতে হবে।

এবার উপজেলা পরিষদ নির্বাচনে পদে থেকে নির্বাচন করতে পারবেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। নির্বাচন অংশ নিতে হলে তাদের পদত্যাগ করতে হবে না। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার, জেলা পরিষদের সদস্য, পৌরসভার মেয়র-কাউন্সিলরগণ উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাইলে পদত্যাগ করতে হবে।

এছাড়া অনেক কলেজ সরকারি হয়েছে কিন্তু সেখানে যারা চাকরি করেন, তারা এখনো সরকারি হননি। তাদেরও উপজেলা পরিষদে নির্বাচন করতে হলে চাকরি থেকে পদত্যাগ করতে হবে।

তৃতীয় ধাপে দেশের অন্যান্য ১২৭ উপজেলার সাথে চাঁদপুরে ৭ উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো চাঁদপুরের সদর, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাজিগঞ্জ ও শাহরাস্তি।

তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের তফসিলে এবার প্রতীক বরাদ্দের তারিখ ঘোষণা করা হয়নি। শেষ পর্যন্ত তারিখ পাওয়া না গেলে স্থানীয় পর্যায়ে রিটার্নিং কমকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ নিজেরা সিদ্ধান্ত প্রতীক বরাদ্দের তারিখ ঘোষণা করবেন বলে চাঁদপুর টাইমসকে জানিয়েছেন জেলা জেলা রিটার্নি কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।

এরমধ্যে সদর উপজেলাগুলোতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলে সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন।

তিনি জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। তৃতীয় ধাপ থেকে ইভিএম ব্যবহার করা হবে। মোট পাঁচটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ধাপে ইভিএম ব্যবহারের পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে একটু দেরি হওয়ায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

কতগুলো উপজেলায় ইভিএম ব্যবহার করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের আগেই সিদ্ধান্ত ছিল যে, সদর উপজেলাগুলোয় ইভিএম ব্যবহার করব। তৃতীয় থেকে পঞ্চম ধাপে ইভিএম ব্যবহারের পরিকল্পনা এখন পর্যন্ত আমাদের আছে।’

চাঁদপুরের ৭ উপজেলা নির্বাচনের তফসিল সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে জেলা রিটার্নি কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান চাঁদপুর টাইমসকে বলেন, জেনেছি সদর উপজেলাগুলোতে ইভিএমে ভোটগ্রহণ হবে। তবে এ বিষয়ে আগামিকাল (১৯ ফেব্রুয়ারি) আমাদেরকে ঢাকায় মিটিংয়ে ডাকা হয়েছে। আশা করি সেখানে বিস্তারিত জানা যাবে।

তবে এ পর্যন্ত সদর উপজেলায় স্বতন্ত্র পদে একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান এ কর্মকর্তা।

প্রসঙ্গত, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ১২৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া চতুর্থ ধাপ ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ১৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদক- দেলোয়ার হোসাইন
১৮ ফেব্রুয়ারি, ২০১৯