Home / চাঁদপুর / চাঁদপুরে কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মবার্ষিকী উযাপন

চাঁদপুরে কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মবার্ষিকী উযাপন

চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ।

জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শওকত ওসমান, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় ভৌমিক, আনন্দধ্বনি সংগীত বিদ্যালয়ের সভাপতি রফিক আহমেদ মিন্টু, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, চাঁদপুর শাখার সভাপতি ফারুক আহম্মদ প্রমূখ।

উপস্থাপনায় ছিলেন কবি ও ছড়াকার ডা.পীযূষ কান্তি বড়ুয়া। এতে নজরুলের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো.সায়েদ উজ্জামান।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার শেষে স্থানীয় শিল্পীরা নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি করেন।

করেসপন্ডেন্ট
২৫ মে ২০১৯

এজি