Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে শিশু বলাৎকারে অভিযুক্ত পলাতক আসামী গ্রেফতার
Arrest
প্রতীকী ছবি

ফরিদগঞ্জে শিশু বলাৎকারে অভিযুক্ত পলাতক আসামী গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে শিশু বলাৎকারে অভিযুক্ত পলাতক জাফর বেপারীকে আটক করেছে থানা পুলিশ। গত ৫ই মউপজেলার সাহেবগঞ্জ গ্রামে এ বলাৎকারের ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ জানুয়ারি) অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

বলাৎকারের শিকার শিশুর বয়স আট বছর। অভিযোগে জানা গেছে, গ্রামের মৃত সিরাজুল ইসলাম এর ছেলে জাফর বেপারী । গত ৫ই মে বিকালে বাড়ির সামনে খেলা করছিলো শিশু। এ সময় জাফর বেপারী শিশুকে আমা খাওয়ানোর লোভ দেখায়। অবুঝ শিশু আম খাওয়ার আশায় জাফর বেপারীর ঘরে নিয়ে যায় এবং তাকে বলাৎকার করে।

এ ঘটনায় হতভম্ব শিশু কাঁদতে কাঁদতে ঘরে যায়। তার মা জানতে চাইলে শিশু ঘটনা খুলে বলে। এরপর শিশুর বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। কিন্তু অভিযুক্ত জাফর বেপারী পালিয়ে যায়।

মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব এর নেতৃত্বে একদল পুলিশ জাফর বেপারীকে আটক করতে সক্ষম হন। গতকাল মঙ্গলবার দুপুরে জাফর বেপারীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জাফর বেপারীকে আটক করার কথা স্বীকার করে অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেছেন, জাফর বেপারীর নামে অভিযোগের তদন্তে প্রমান মিলেছে। আমরা যথাযথভাবে আইনী পদক্ষেপ নেবো।

ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট
১২ জুন, ২০১৯