Home / চাঁদপুর / চাঁদপুর বড়স্টেশনে আবারো অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান
Boro-station

চাঁদপুর বড়স্টেশনে আবারো অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান

চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড থেকে আবারো অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে একটি অভিযান টিম ওই স্থান পরিদর্শন করেন এব দোকানপাঠসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিস্কার পরিচ্ছনতা অভিযান করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, চাঁদপুরের এই স্থানটি পর্যটন এলাকা ঘোষণা করা হয়েছে। এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। তাই এর প্রবেশ মুখ থেকে শুরু করে ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা আবর্জনা অভিযানের জন্য জেলা প্রশাসক মহোদয় নির্দেশ দিয়েছেন ।

উচ্ছেদ ও পরিস্কার পরিচ্ছনতা অভিযান কালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম ,উজ্জ্বল হোসেন , নৌ পুলিশের ওসি আবু তাহের খান , পৌরসভার বাজার পরিদর্শক জায়েদুল রহমান জহিরসহ স্থানীয়রা।

প্রতিবেদক- আনোয়ারুল হক, ২৬ আগস্ট ২০১৯