Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে মতবিনিময়
Bisnupur-BNP

চাঁদপুর বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে তৃণমূল পর্যায়ে থেকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার অংশ হিসেবে সারাদেশে চলছে কমিটি পুনর্গঠনের কাজ।

সে হিসেবে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সামগ্রিক তত্ত্বাবধানে চাঁদপুরেও শুরু হয়েছে সাংগঠনিক এ কার্যক্রম।

এ ধারাবাহিকতায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কমিটি গঠনে মঙ্গলবার (২৩ জুলাই) কাজীর বাজারস্থ দক্ষিণ-পশ্চিম বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়াজীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ হাসন কবিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ফজলুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক আবু গাজী, সহ-সভাপতি সিদ্দিক মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কাইয়ুম মোল্লা, সাবেক ছাত্রদল নেতা হাসান আল রিয়াদ সরকার, মহিউদ্দিন বেপারী, ৯নং ওয়ার্ড সভাপতি গিয়াস ভূঁইয়া, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোফাজ্জল জমাদার, ৭ নং ওয়ার্ড কাদির খান, ৬ নং ওয়ার্ড সভাপতি আবুল হাশেম হাওলাদার, সাধারণ সম্পাদক বশির খান, ৫নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম হাওলাদার, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল খোকন, ৩নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, ২নং ওয়ার্ড সভাপতি আক্তার খান, ১নং ওয়ার্ড সভাপতি সালাউদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আক্তার হোসেন বকাউল, সাধারণ সম্পাদক মো. কামাল হোসনে মিয়াজী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিক সরকার, সাধারণ সম্পাদক শরীফ মৃধা, ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম বকাউল, সাধারণ সম্পাদক সুজন মিজি, শ্রমিকদলের সভাপতি জুলহাস হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার কাজী, বশির প্রধানীয়া, আকাশ খান জিতু, ছলেমান দেওয়ান, আমজাদ আখন, শাহজাহান গাজী, আবিদুর রহমান আনিছ, নূরে আলম জিকু, আলমগীর হোসেন, ইউসুফ কাজী প্রমুখ।

বক্তারা খালেদা জিয়ার মুক্তি, পুনঃনির্বাচনের দাবি, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদ জানানো, দেশের চলমান নিরাপত্তা সংকট, দলকে ঐক্যবদ্ধ্য ও সাংগঠনিকভাবে শক্তিশালী করাসহ নিজেদের মধ্যকার মতানৈক্য দূরিকরণে তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

এছাড়া বক্তারা নতুন প্রজন্মকে দেশের কল্যাণে সাংগঠনিকভাবে কাজে লাগানোর প্রতি গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় কেন্দ্রের ঘোষণা অনুযায়ী বেশ কিছু সিদ্ধান্তের কথা নেতাকর্মীদেরকে জানানো হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, ২৩ জুলাই ২০১৯