Home / চাঁদপুর / বেপরোয়া অটোবাইকের আঘাতে প্রাণ হারালো বিধবা নারী : সড়ক অবরোধ
বেপরোয়া অটোবাইকের আঘাতে প্রাণ হারালো বিধবা নারী : সড়ক অবরোধ

বেপরোয়া অটোবাইকের আঘাতে প্রাণ হারালো বিধবা নারী : সড়ক অবরোধ

চাঁদপুর শহরের নিশি বিল্ডিং রোডে বেপরোয়া অটোবাইকের আঘাতে মাজেদা বেগম (৫০) নামে এক অসহায় বিধবা নারী নির্মম ভাবে প্রাণ হারালো । ৩ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় নিশি রোডের চোকদার বাড়ি মসজিদ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী ওই এলাকার মৃত তকদীর হোসেন বেপারীর স্ত্রী। এদিকে দুর্ঘটনার পর থেকে বিক্ষুব্ধ এলাকাবাসি সড়কে ব্যারিকেড দিয়ে দুপুর ১ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০ টার দিকে মাজেদা বেগম তার নিজ বাড়ি থেকে রাস্তার ওপর পাশে থাকা প্রতিবেশির বাড়িতে যাওয়ার সময় হঠাৎ চাঁদপুর লঞ্চঘাট থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা একটি অটোবাইক তাকে গায়ের ওপর উঠিয়ে দেয়। এতে মাজেদা বেগম সড়কের পাশে ছিটকে পড়েন। আঘাতে তার মাথার মগজ বেরিয়ে পড়ে এবং শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে দুর্ঘটনা ও সড়ক অবরোধের খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই পলাশ বড়ুয়া, এ এস আই মোঃ সেলিম মিয়া সর্ঙ্গীয়ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কের বেড়িকেট সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

চাঁদপুর মডেল থানার এস আই পলাশ বড়ুয়া, এ এস আই মোঃ সেলিম মিয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেরিকেট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। আমরা লাশের সুরুতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠাবো। এছাড়া কোন অটোবাইক দুর্ঘটনা ঘটিয়েছে তার জন্য তদন্ত চলছে।

প্রসঙ্গত, নিহত মাজেদা বেগমের স্বামী প্রায় ৭/৮ বছর আগে হৃদক্রিয়া বন্ধ মারা যান। তার ঘরে দুটি ছেলে এবং এক কন্যাসন্তান রয়েছে। স্বামী না থাকায় অনেক সংগ্রাম করে ছেলে মেয়েকে বড় করেছেন। দু, ছেলে দর্জি কাজ করে এবং মেয়েটি আগামীতে এস এস সি পরীক্ষা দিবে বলে জানা গেছে।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ৩ নভেম্বর ২০১৯