Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের আড়ং বাজারে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
arong-bazar

মতলবের আড়ং বাজারে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরের মতলব-বাবুরহাট সড়কের বরদিয়া আড়ং বাজার এলাকায় সরকারি জায়গার উপর অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল ইসলামের উপস্থিতিত্বে সহকারি কমিশনার (ভূমি) নুসরাত শারমিনের নেতৃৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

মতলব পৌর ভূমি অফিস সূত্রে জানা গেছে, মতলব পৌরসভার মোবারকদী গ্রামের সিদ্দিক গাজীর ছেলে বিল্লাল হোসেন গাজী বিগত ২০১৮ সালে বরদিয়া আড়ং বাজারস্থ মতলব- বাবুরহাট সড়ক সংলগ্ন মোবারকদী মৌজার ৩৪০ দাগে খালের ওপর প্রায় সাড়ে ৪ শতাংশ জায়গা দখল করে টিনের তৈরি ও আধা পাকা দুটি দোকান ঘর উত্তোলন করেন বিল্লাল গাজী। সরকারি জায়গার উপর স্থাপনকৃত দোকান-ঘর সড়িয়ে নেওয়ার জন্য একাধিকবার নোটিশ করেন মতলব পৌর ভূমি অফিস ।

সরকারি নিদের্শ অমান্য করায় বিল্লাল গাজীর বিরুদ্ধে উচ্ছেদ মামলা করা হয়। যার নং ১/১৭-১৮ অর্থবছর। সর্বশেষ গত ২২ আগস্ট ৯০০ স্বারকে জেলা প্রশাসক কার্যালয় থেকে ৭দিনের মধ্যে স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য বিল্লাল গাজীকে নোটিশ দেওয়া হয়।

নোটিশের গুরুত্ব না দেওয়ায় গতকাল সোমবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানে ভূমি সহকারি কর্মকর্তা হাবিব উল্লাহ্ পাটোয়ারীসহ চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের ২জন সাব-ইনন্সপেক্টর এবং পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। সরকারি জায়গার উপরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করায় স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিন বলেন, সরকারি জায়গার উপর অবৈধভাবে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য একাধিকবার নোটিশ করার পরও গুরুত্ব না দেওয়ায় বিল্লাল গাজীর বিরুদ্ধে উচ্ছেদ মামলা করা হয়। আদালতের নিদের্শক্রমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

তিনি আরো বলেন, সরকারি জায়গা দখল করে কেউ কোন স্থাপনা করলে তা উচ্ছেদ করা হবে।