‘কষ্ট’
মোঃ ইয়াছিন হোসেন সুজন
কষ্ট আমার মন, দুঃখ এ ভূবণ
যার মনে আসে কষ্ট, সেই বুঝে কষ্ট কেমন
কষ্ট থাকে মনে ,দুঃখ এ জীবন
যখনই কষ্ট হয়, পারেনা সে আত্মহত্যা করে ।
কষ্ট যখন মনে আসে,
বুঝতে পারে না সে কি করে।
আমি জানি যখনই কষ্ট লাগে মনে,
মনে হয় যেন পৃথিবী,
সবচেয়ে তার কাছে দুঃখী।
আমি জানি না কার কতটুকু কষ্ট হয় ,
তবে আমার কষ্ট কাউকে বলে পারবনা।
আর কাউকে বলতে চাইনা
আমার দুঃখের কথা
তবে সে দুঃখের দু চোখ দিয়ে
অশ্রু ঝরে————–
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur