চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৭:০১ অপরাহ্ণ, ০৯ সেপ্টেম্বর ২০১৫, বুধবার
সামনে কত কত কাজ! এর ওপর সম্প্রতি যোগ হয়েছে কন্ডম বিজ্ঞাপনের বিতর্ক। কিন্তু তারমধ্যেও ঘোরার সময় বের করে নিয়েছিলেন সানি লিওন। স্বামী ড্যানিয়েলের সঙ্গে ঘুরছেন আফ্রিকার জঙ্গলে।
বেড়াতে যাওয়া সানির নেশা। সময় পেলেই ব্যাগ গুছিয়ে বের হয়ে পড়েন ‘বেবি ডল’। সমুদ্র বিহারের পর এবার জঙ্গলে সাফারি। স্বামী ড্যানিয়েলকে নিয়ে আফ্রিকায় ভ্রমণে আছেন সানি। সম্প্রতি টুইটারে এ খবর জানান। সঙ্গে ছিল মসলাদার ছবি ও আফ্রিকার নানা খুঁটিনাটি তথ্য।
এ দিকে সম্প্রতি সানিকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভারতে ধর্ষণের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে তাকে। উঠেছে সানির ভারত ছাড়ার দাবিও। সেই মুহূর্তে আফ্রিকা ভ্রমণ অনেকেই বাঁকা চোখে দেখছেন। কেউ কেউ মনে করছেন পরিস্থিতি এড়াতেই মুম্বাই থেকে দূরে থাকছেন ‘জিসম ২’ তারকা।
তবে ফিল্মি ক্যারিয়ারে যে সানির সুদিন যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। করণ জোহরের ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’-এ দেখা যাবে তাকে। সঙ্গে থাকছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর ও আনুশকা শর্মা।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur