বিনোদন ডেস্ক:
এবার প্রকাশ্যে টিভি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ের প্রস্তাব দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ২৬ বছরের তরুণ আহমেদ জামি। প্রভার সঙ্গে অল্পদিনের মধ্যে যোগাযাগ করে আহমেদ জামি তাকে বিয়ের অফার দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন এ তরুন।
তিনি বলেন, আমি প্রভাকে বিয়ে করতে চাই। ওর মতো গুণী অভিনেত্রী, মডেলকে বিয়ে করতে পারলে অবশ্যই ভালো কিছু হবে।
আগের ২ টা কেন আরো কয়েকটা বিয়ে হলেও আমার কোন সমস্যা নেই। কারণ বিয়ে মানে তো আর শুধু শারিরীক সম্পর্ক নয়।
এদিকে, হালের আলোচিত-সমালোচিত এ অভিনেত্রীর দ্বিতীয় সংসারে ভাঙন ধরেছে বলে গুঞ্জন ওঠেছে।
এরই সূত্র ধরে দীর্ঘদিন যাবৎ প্রভা ও তার স্বামী মাহমুদ শান্ত আলাদা বসবাস করছেন বলেও জানা গেছে।
প্রসঙ্গত, ২০১২ সালের ১২ জুলাই প্রভা-শান্ত বিয়ে বন্ধনে আবদ্ধ হন। অভিনেতা অপূর্বর সঙ্গে বিচ্ছেদের পর পারিবারিক সিদ্ধান্তেই তাদের বিয়ে সম্পন্ন হয়। বর শান্ত পেশাগত জীবনে বেসরকারী টেলিকম কোম্পানী গ্রামীনফোনে চাকরির পাশাপাশি জড়িত ছিলেন গানের সঙ্গে।-টক্কিজবিডি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur