Home / চাঁদপুর / চাঁদপুরে তিন উপজেলায় নির্বাচনী সহিংসতায় আহত অর্ধশত
নির্বাচনী

চাঁদপুরে তিন উপজেলায় নির্বাচনী সহিংসতায় আহত অর্ধশত

চাঁদপুরে তিন উপজেলার ইউপি নির্বাচনী সহিংসতায় প্রায় অর্ধশত জন গুরতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দু,জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী কেন্দ্রে ও  বিভিন্ন ওয়ার্ডের  এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন ফরিদগঞ্জ উপজেলার সেলিম মজুমদার (৩৯), নজরুল ইসলাম (৩৫), শিপন আহমেদ (২২), লিমা আক্তার (২৩), বাদল সরকার (৫০), রেহানা ইয়াসমিন (৪৪),  হেলাল মুন্সি (৫৫), আব্দুল মালেক (৪৫), নাসরিন আক্তার (২৫), শাহাদাত (১৬), মিজানুর রহমান (৪০), আনোয়ার হোসেন (৪০), সুমন (৩৫), আরিফ ভূঁইয়া (২৭) মনির হোসেন ভূঁইয়া (৩৫), গুলিবিদ্ধ সোহেল (৩৩), ও আলম (৩১) সহ আরো অনেকে কম বেশি আহত হয়েছেন।

এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও বাকীরা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে চলে গেছে। 

এছাড়াও হাইমচর ও কচুয়া উপজেলার দু,জন নিহত হয়েছেন বলেও জানা গেছে। 

জানা যায়, ৫ জানুয়ারি মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পঞ্চম ধাপের বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন চাঁদপুরের ফরিদগঞ্জ, কচুয়া ও হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্রে গুলোতে দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এসময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে  ফাঁকা গুলি এবং রাবার বুলেট নিক্ষেপ করেন। ওই সময় প্রার্থীদের কর্মী-সমর্থকদের পাল্টাপাল্টি হামলা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে প্রায় অর্ধশত লোক কম বেশি আহত হন। 

আহতদের মধ্যে প্রায় ২৫ থেকে ৩০ জন আড়াই শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিলেও অনেকে স্থানীয় এলাকায় ও বিভিন্ন জায়গায় প্রাইভেটভাবে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন বলেও খবর পাওয়া গেছে। 

প্রতিবেদকঃ কবির হোসেন মিজি, ৬ জানুয়ারি ২০২২