ডিএমপিতে কর্মরত থাকাবস্থায় করোনাযুদ্ধে প্রথম মৃত্যুবরণ করা পুলিশ সদস্য জসিম উদ্দিনের দ্বিতীয় ছেলে আব্দুল্লাহ আল সামীর জন্মদিন পালন করেছে কুমিল্লা জেলা পুলিশ।
গত ২৮ এপ্রিল করোনাযুদ্ধে পুলিশের মধ্যে প্রথম মারা যান কনস্টেবল জসিম উদ্দিন। রোববার তার ছেলে আব্দুল্লাহ আল সামী ৫ম বর্ষে পদার্পণ করে। বাবা না থাকায় দিনটি তার বিষাদে কাটে। বাবার সেই শূন্যতা পূরনের জন্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের পক্ষে রোববার বিকালে জন্মদিনের কেক নিয়ে তাদের বাড়িতে যান অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্যরা।
রোববার বিকালে জেলার বুড়িচং উপজেলার কাঠালিয়া গ্রামের বাড়িতে কেক কেটে তার জন্ম দিনটি উদযাপন করা হয়। এতে কুমিল্লার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন ও বুড়িচং থানার ওসি মো.মোজাম্মেল হকসহ পুলিশের অন্যান্য সদস্য এবং প্রয়াত কনস্টেবল জসিম উদ্দিনের পরিবারের সদস্য ও স্বজনরা অংশগ্রহণ করেন।
জন্মদিন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সামীকে একটি বাই সাইকেল এবং কিছু উপহার দেয়া হয়। এসময় পরিবারের সদস্যরা আবেগপ্লুত হয়ে ওঠেন।
প্রয়াত জসিমের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ সবসময়ই থাকবে এমনটাই জানালেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ১৫ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur