চাঁদপুরের হাজীগঞ্জে নিটল নিলয় মটরস্ এক্সপ্রেস এর আনুষ্ঠানিক যাত্রা সোমবার (১ জুলাই) বিকালে শুরু হয়েছে। বাংলাদেশের সুনামধন্য টাটা গ্রুপের পর এবার স্বল্পমূল্যে বাজারজাত করতে নিটল নিলয় এক্সপ্রেসের এমন যাত্রায় সুবিধা পাবে হাজীগঞ্জের মানুষ।
হাজীগঞ্জ পশ্চিম বাজার পরিবেশক খন্দকার মটরস্ এর উদ্বোধন করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো.মাঈনুদ্দিন ও পরিচালনা করেন খন্দকার মটরস্ এর সত্ত্বাধিকারী খন্দকার মনিরুজ্জামান।
এ সময় নিটল নিলয় এক্সপ্রেসের প্রধান সন্ময়ক খায়রুল বাশার ভূঁইয়া, উপ-আঞ্চলিক পরিচালক কামরুল হাসান, বাজার ব্যবসায়ী সমিতির ক্রীড়া সম্পাদক আবু নোমান রিয়াজ, কমিশনার জাকির হোসেন, টিটু গাজী ও মানিক হোসেন, কাজী ফিলিং এর স্বত্ত্বাধিকারী ইকবাল কাজী, বাখরাবাদ গ্যাস এর ঠিকাদার মহিউদ্দিন ও রুহুল আমিন প্রমুখ।
জহিরুল ইসলাম জয়
১ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur