Home / সারাদেশ / ৯ ফেব্রুয়ারির মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী
Child eat vitamin a

৯ ফেব্রুয়ারির মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে ২০১৯ ফেব্রুয়ারির ৯ তারিখের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক। সোমবার (২৮ জানুয়ারি) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাপান ইস্ট-ওয়েস্ট হাসপাতালের একটি সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে রোগীর সেবার ক্ষেত্রে ডাক্তার ও নার্সদের কোনো ছাড় দেয়া হবে না। তার জন্য আমাদের যে ভিটামিন প্রয়োজন আছে, সেটা আমাদের স্টকে আছে। এজন কোনো সমস্যা হবে না। উপজেলায় তদারকি করা হবে, দেখা হবে। সেল গঠন করা হবে। যে সেলটি থাকবে মন্ত্রণালয়ে, ডিজি অফিসে। এটার নেটওয়ার্কিং থাকবে যার মাধ্যমে আমরা তথ্যগুলো পাব এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব।

এ সময় তিনি আরো বলেন, ‘ বেসরকারি খাতের স্বাস্থ্যসেবাকে আরো উন্নত করতে হবে। চার্জ সাধারণ মানুষের হাতের নাগালে রাখতে হবে। অপ্রয়োজনীয় পরীক্ষা দেয়া যাবে না বলেও জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী। ’

বার্তা কক্ষ ,
২৯ জানুয়ারি ২০১৯

Leave a Reply