Home / চাঁদপুর / চাঁদপুরের ৫ টি আসনে ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
DC Office Chandpur..

চাঁদপুরের ৫ টি আসনে ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

চাঁদপুরের ৫টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ৫৯ জন। এরপর যাছাই বাচাইতে বাদ পড়েন ৮ জন। আপিলের পরে সর্বশেষ মনোনয়ন বৈধ ছিলো ৫৪ জনের। এর মধ্যে ৭ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (৯ ডিসেম্বর) ছিলো মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীরা তাদের প্রত্যাহারের জন্য আবেদন করেন।

একই দিনে বাংলাদেশ জাতীয়বাদীদল বিএনপির চাঁদপুরের ৫টি আসনে চূড়ান্ত মনোনীত প্রার্থীরা তাদের দলের মনোয়নপত্র জেলা রিটার্নিং অফিসার মো. মাজেদুর রহমান খান এর নিকট জমা দেন। নির্বাচনের তফসিল অনুযায়ী সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

প্রত্যাহারকৃত প্রার্থীরা হচ্ছেন- চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি, বিএনপি প্রার্থী তানভির হুদা, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে নাগরিক ঐক্যের প্রার্থী অ্যাড. ফজলুল হক সরকার, গণফোরামের অ্যাড. সেলিম আকবর, এস এম আলম, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে গণফোরামের ড মো. শাহাজাহান, জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে এলডিপির নেয়ামুল বাশার, জাসদের মো. মনির হোসেন মজুমদার।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, সোমবার (১০ ডিসেম্বর) সকাল থেকে আসন ভিত্তিক চাঁদপুরের ৫টি আসনে নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক নেয়ার ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তার মনোনীত ব্যাক্তির পক্ষে যে কেউ প্রতীক গ্রহণ করতে পারবে।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
৯ ডিসেম্বর, ২০১৮

Leave a Reply