Home / জাতীয় / চাঁদপুরসহ ২০ পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি
চাঁদপুরসহ ২০ পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি

চাঁদপুরসহ ২০ পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি

চাঁদপুর জেলা পুলিশ সুপারসহ ২০ পুলিশ সুপারকে পদোন্নতি দেয়া হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের এই ২০ জনকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে সম্প্রতি পদোন্নতি দেয়া হয়।

রোববার (১৮ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতিপ্রাপ্তদের পদায়ন বা বদলির আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ।

পদোন্নাতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে পুলিশ অধিদপ্তরের মো. হাবিবুর রহমানকে ঢাকার ট্রাফিক ট্রেনিং অ্যান্ড ড্রাইভিং স্কুলে পদায়ন করা হয়েছে। আর তানভীর হায়দার চৌধুরীকে ঢাকার হাইওয়ে পুলিশ ইউনিটে, এস এম ফজলুর রহমানকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার, মো. কামরুল আহসানকে ঢাকার সিআইডিতে, প্রলয় কুমার চিসিমকে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার, এস এম আইনুল বারীকে ঢাকার এসবিতে, হাবিবুর রহমান খানকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে, মো. আবুল কালাম আজাদকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে এবং মো. ইকবাল হোসেনকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. গেলাম রউফ খানকে ঢাকার পিবিআইতে; মো. শফিকুল ইসলামকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার, শামীমা বেগমকে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারে, সালমা বেগমকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার, মিরাজ উদ্দিন আহম্মেদকে রাজশাহী রেঞ্জে, এ কে এম এহসান উল্লাহকে বরিশাল রেঞ্জে, শাহ মিজান শাফিউর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার, মোহাম্মদ তবারক উল্লাহকে ঢাকার টিএন্ডআইএমে, মোল্ল্যা নজরুল ইসলামকে নৌপুলিশে, মোস্তাক আহমেদ খানকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার এবং জিহাদুল কবিরকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।