Home / চাঁদপুর / চাঁদপুরে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি
11-20-grade-employee

চাঁদপুরে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের চলমান বেতন বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সকল পদে পদোন্নতি, টাইমস্কেল, সিলেকশন গ্রেড পূনর্বহাল, সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয়, সচিবালয়ের ন্যায় পদবী ও গ্রেড পরিবর্তন, নিম্ন বেতনভোগীদের জন্য রেশন ও শতভাগ পেনশন চালু, কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড একিভূতসহ ৮ দফা দাবি জানান।

পরে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের ব্যানারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবিসম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ১১-২০ গ্রেডে কর্মরত কমিটির আহ্বায়ক শিমুল মজুমদার, যুগ্ম আহ্বায়ক জাবের আহম্মদ, রোমান মিয়া, সদস্য সচিব মাজহারুল ইসলাম, সদস্য মো. গিয়াস উদ্দিন, মো. আক্তার হোসেন, আলী আহম্মেদ, ইসমাইল হোসেনসহ সরকারি বিভিন্ন অফিসের কর্মচারিবৃন্দ।

এদিকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার এসোসিয়েশনের নেতৃবৃন্দের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ইউনিয়ন পরিষদ হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটার এসোসিয়েশনের সভাপতি মো. নাছির হোসেনের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় জেলা ইউনিয়ন পরিষদ সচিব সহকারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুবেল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সদস্য আবুল হোসেন উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হাছান কুমিল্লা, সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ সৌরভ, যুগ্ম সাধারন সম্পাদক মো. জাবেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ৩০ সেপ্টেম্বর ২০১৯