Home / ইসলাম / মনের আশা পূরণের দোয়া
মনের আশা পূরণের দোয়া

মনের আশা পূরণের দোয়া

আমরা সবাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি । আল্লাহর কাছে নিজের মন বাসনা ব্যক্ত করে কিছু চাই। আল্লাহ যেন আমাদের সব মনোবাসনা পূরণ করে তাই আমরা কিছু দোয়া পড়তে পারি। নিম্নের দোয়াটি পড়ে আল্লাহর কাছে আপনার মনের আশা ব্যক্ত করুন। পরম দয়ালু আল্লাহ আপনাকে নিরাশ নাও করতে পারে।

اَللّـهُمَّ اهْدِني فيهِ لِصالِحِ الاَْعْمالِ، وَاقْضِ لي فيهِ الْحَوائِجَ وَالاْمالَ، يا مَنْ لا يَحْتاجُ اِلَى التَّفْسيرِ وَالسُّؤالِ، يا عالِماً بِما في صُدُورِ الْعالَمينَ، صَلِّ عَلى مُحَمَّد وَآلِهِ الطّاهِرينَ .

উচ্চারণ : আল্লাহুম্মাহ-দিনি ফিহি লি-সালিহিল আ’মাল; ওয়া আক্বদি লি ফিহিল হাওয়া-ইঝা ওয়াল আ’মাল; ইয়া মান লা ইয়াহতাঝু ইলাত তাফসিরি ওয়াস সাওয়াল; ইয়া আ’লিমান বিমা ফি সুদুরিল আ’লামিন; সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহিত ত্বাহিরিন।

অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে সৎকাজের দিকে পরিচালিত কর। হে মহান সত্ত্বা যার কাছে প্রয়োজনের কথা বলার ও ব্যাখ্যা দেয়ার দরকার হয় না। আমার সব প্রয়োজন ও আশা-আকাঙ্খা পূরণ করে দাও। হে তাবত দুনিয়ার রহস্যজ্ঞানী ! হযরত মুহাম্মদ (সঃ) এবং তাঁর পবিত্র বংশধরদের ওপর রহমত বষর্ণ কর।

ধর্ম ডেস্ক
: আপআপডেট, বাংলাদেশ ১১ : ৪৫ এএম, ৭ নভেম্বর, ২০১৭ মঙ্গলবার
এইউ

Leave a Reply