Home / উপজেলা সংবাদ / কচুয়া / ৫১ বছর পর স্বপ্ন পূরন হচ্ছে কচুয়া কাঁঠালিয়া গ্রামবাসীর
কচুয়া

৫১ বছর পর স্বপ্ন পূরন হচ্ছে কচুয়া কাঁঠালিয়া গ্রামবাসীর

স্বাধীনতার ৫১ বছরেও চাঁদপুরের কচুয়ার কাঁঠালিয়া গ্রামে নতুন রাস্তা নির্মাণ না হওয়ায় দীর্ঘ সীমাহীন কষ্টে ছিলেন গ্রামবাসী। অবশেষে ওই কষ্টের অবসান হচ্ছে। গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হচ্ছে নতুন রাস্তা।

তবে পাশ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার ঘোরাধারী গ্রামবাসীর আপত্তি রয়েছে এ রাস্তা নির্মাণ কাজে। রাস্তার পাশ্ববর্তী জমির মালিকদের অভিযোগ চাঁদপুরের বিজ্ঞ আদালতে এ বিষয়ে নিষেধাজ্ঞা মামলা চলমান রয়েছে এবং তাদের নিজস্ব মালিকানা জমির উপর দিয়ে জোরপূর্বক এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। আমরা পাশ্ববর্তী পশ্চিম দিক দিয়ে হালট ও খালের পাশ দিয়ে রাস্তা নির্মাণের দাবী জানাই।

জানা গেছে, কচুয়া ও মতলব দক্ষিণ সীমান্তবর্তী উপজেলার কাঁঠালিয়া গ্রামবাসী শুক্রবার কাঁঠালিয়া থেকে জায়গির পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। এতে খবর পেয়ে পাশ্ববর্তীর জমির মালিকরা বাধা দেয়। পরবর্তীতে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, পুলিশ প্রশাসন, স্থানীয় নেতাকর্মী ও দুই এলাকার জমির মালিকদের নিয়ে তাৎক্ষনিক বৈঠকে বসে।

এসময় কাঁঠালিয়া গ্রামবাসীর দুঃখ কষ্ট লাগবের দাবী করলে জনস্বার্থে দ্রুত রাস্তাটি নির্মাণের দাবী জানান।

অন্যদিকে মতলব দক্ষিণ ঘোরাধারী গ্রামবাসীর জমির মালিকদের আপত্তির কারণে তাৎক্ষনিক রাস্তা নির্মাণ কাজ বন্ধ রেখে আগামী ৬ জানুয়ারী পরবর্তীতে বৈঠকের মাধ্যমে রাস্তা নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির জানান।

উল্লেখ্য যে, কচুয়া ও মতলব দক্ষিণ সীমান্তবর্তী উপজেলার কাঁঠালিয়া গ্রামে স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৫১ বছর ধরে সরকার বদলায় সরকার আসে কিন্তু হিন্দু সম্প্রদায়ের এ লোকদের ভাগ্য পরিবর্তন হয়নি। এদিকে কাঁঠালিয়া গ্রামবাসীর চোখে মুখে আনন্দের বন্যা যেন থেমে না যায়, তাদের দীর্ঘদিনের স্বপ্ন রাস্তাটি নির্মাণে প্রশাসন যথাযথ প্রদক্ষেপ নিবেন এমন দাবী জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ ডিসেম্বর ২০২২