Home / উপজেলা সংবাদ / কচুয়া / ৩২ বছর পর কচুয়ায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন
Japa Kachua

৩২ বছর পর কচুয়ায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

চাঁদপুরের কচুয়া উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ৩২ বছর পর শুক্রবার (১৬ মার্চ) কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন খান।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, বৃদ্ধার বুদ্ধি ,যুবকের শক্তি নিয়েই আগামীতে লড়াই, সংগ্রাম করে জাতীয় পার্টিকে রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে হবে। আপনারা জানেন, রোববার ছিলো, সরকারি ছুটির দিন, কিন্তু পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ শুক্রবার জুম্মার দিন সরকাির ছুটি ঘোষণা করেন। আজকের এই দিনে জনতার উপস্থিতি প্রমাণ হয় জাতীয় পার্টির জোয়ার উঠেছে। আমাদের শাসনামলে দেশে হামলা-মামলা ছিলো না, তাই দেশের শান্তি ধরে রাখতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।

সম্মেলনে শান্তির পায়রা কবুতর, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া।

কচুয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক, মোঃ এমদাদুল হক রুমনের সভাপতিত্বে ও জাতীয় পার্টির নেতা মো. রুহুল আমিন চৌধুরীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল লতিফ শেখ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বি.এম নুরুজ্জামান, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক অধ্যাপক সফিউল আলম শাহজাহান,জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নাজমুল হোসেন,মো.শরীফ হোসেন। বক্তব্য রাখেন,উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো.হানিফ মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী মোস্তফা কামাল, জাপা নেতা রফিকুল ইসলাম মোল্লা, ডা. মোশারফ হোসেন সরকার, মো.আহসান উল্যাহ, মো.মাইনুল ইসলাম পাটওয়ারী, পৌর জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক কবির হোসেন সেলিম।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রস্তাব সমর্থনের মাধ্যমে মো. এমদাদুল হক রুমন কে সভাপতি, মো. রুহুল আমিন চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, আব্দুর রহিম সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম মোল্লা, যুগ্ন সম্পাদক ও মো.হানিফ মিয়াজী কে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু