অর্থনীতি

‘হাতের কাছে ব্যাংক থাকলে মানুষ সঞ্চয়ী হয়’

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রত্যেকটি অঞ্চলেই সরকারি অথবা বেসরকারি ব্যাংকের শাখা প্রয়োজন। হাতের কাছে ব্যাংক থাকলে মানুষ উদ্যোগী হয়, সঞ্চয়ী হয়।’

রোববার (৪ ডিসেম্বর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারের আবুল হোসেন সুপার মার্কেটের ২য় তলায় দি ফারমার্স ব্যাংক লিঃ-এর ৪৮তম শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন আর থেমে থাকার সময় নেই। এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি উন্নয়ন হচ্ছে। বাংলাদেশও বিশে^র অর্থনীতির সাথে এগিয়ে যাচ্ছে উন্নয়নের রোলে।’

সাধারণ মানুষের কষ্টে অর্জিত টাকা ঝুঁকিমুক্তভাবে ব্যাংকে রাখতে পারছে। আমার জানামতে, দি ফারমার্স ব্যাংক লিঃ একটি আধুনিকায়ন ব্যাংক। গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিয়ে শুরু হয়েছে ব্যাংকটি।’

আলোচনা সভা শেষে ব্যাংকটির ৪৮তম শাখা ফিতা কেটে মন্ত্রী উদ্বোধন করেন ।

সভায় সুজাতপুর বাজার শাখা ব্যবস্থাপক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও ঢাকার গুলশান দক্ষিণ শাখার ক্রেডিট অফিসার মো. রাসেল মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দি ফারমার্স ব্যাংক লিঃ এর ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ আতহার উদ্দিন, ভাইস চেয়ারম্যান ড. আতাউর উদ্দিন, মনিরুল হক সেন্টু, ব্যবস্থাপনা পরিচালক একেএম শাহীন, আওয়ামীলীগ নেতা ও ছেঙ্গারচর বিশ^বিদ্যালয় কলেজের সভাপতি শিক্ষানুরাগী সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দসু, ছেঙ্গারচর পৌর মেয়র আলহাজ¦ রফিকুল আলম জজ প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলানাদ, মোহনপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন), ফরাযীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ষাটনল ইউপি চেয়ারম্যান শরীফ উল্লা সরকার, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের প্রমুখ।

: আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ পিএম, ৪ ডিসেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Share