Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ ইউএনওর আবেগঘন স্ট্যাটাস
স্ট্যাটাস

হাজীগঞ্জ ইউএনওর আবেগঘন স্ট্যাটাস

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম রোববার রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। তিনি হাজীগঞ্জ রেলস্টেশন বস্তি এবং স্টেশনে রাতযাপন করা ছিন্নমূল অসহায় দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করেন।

এ সময় হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে তিনি তার নিজস্ব ফেসবুকে লিখেন- ‘সব মন খারাপের আয়োজন’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের ফেসবুকে দেওয়া স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো:

‘ছোটবেলায় আমার ধারণা ছিল পৃথিবীর নিয়মগুলো বড্ড সরল, গতানুগতিক…
বড় হতে হতে জেনে গিয়েছি পৃথিবীর পথে পথে দীর্ঘশ্বাসের উপহাস; দারিদ্র্যের, অসমতার, বঞ্চনার। কোথাও চার দেয়ালের মাঝে কম্বল মুড়িয়ে আরামদায়ক উষ্ণতার খোঁজ, আবার কোথাও বা এক টুকরো শীতবস্ত্রের জন্য উপবাসী প্রতীক্ষা…।

এতদিনে আমি জেনে গেছি এসব রেলস্টেশনের রাত, ঝুপড়ির কোণায় প্লাস্টিক কুড়ানো চাকমা বাবা-মেয়ে, পা হারানো মধ্যবয়সী লোকটা, কিংবা নাম না জানা বয়স্ক বিধবা মহিলা, সবাই মিলেই অসম পৃথিবীর সমীকরণ; ইহাদের বিসর্জনের ভস্ম সঞ্চিত হয়ে পথের বাঁকে বাঁকে আমাদের আনন্দময় জীবনের শিলালিপি রচিত হয়…।

সবকিছুই মন খারাপের আয়োজন…।

স্টাফ করেসপন্ডেট,১০ জানুয়ারি ২০২৩