Home / উপজেলা সংবাদ / ছেংগারচর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্তন দিবস পালিত
বঙ্গবন্ধুর

ছেংগারচর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্তন দিবস পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য চাঁদপুরের কৃতি সন্তান মতলব উন্নয়নের রুপকার,মতলবের মাটি ও মানুষের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশফাক হোসেন চৌধুরী মাহির পক্ষ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় ছেংগারচর পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্র্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার ১০ জানুয়ারি বাদ আছর উপজেলার ছেংগারচর বাজার কলেজ রোড চত্ত্বরে পৌর আ’লীগের অস্থায়ী কার্যালয়ে এ মিলাদ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠিত হয়।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর ভুইয়ার সভাপতিত্বে মিলাদ দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন,ছেংগারচর পৌর অওয়ামী লীগের ৮নং ওয়ার্ড শাখার সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ বোরহান উদ্দিন প্রধান, ২নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আঃ সালাম খান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোসলেম দেওয়ান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার, ছেংগারচর পৌর যুবলীগ নেতা বিল্লাল মিঝি, ছেংগারচর পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক আঃ সাত্তার বাবু, ছেংগারচর পৌর আ’লীগের ২নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ ছানাউল্লাহ খান, সাধারণ সম্পাদক বদিউল আলম ঢালী,সহ-সভাপতি কামরুল ইসলাম,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরদার, পৌর যুবলীগ নেতা মঞ্জুর আলম, মোঃ রতন সরদার, কাউছার আলম, সুমন, শাখাওয়াত হোসেন মাস্টার, সুমন, জাকির হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তবদিল হোসেন, স্বেছাসেবকলীগ নেতা তবদিল হোসেন প্রমূখ।

শেষে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন,ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদ এর পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল সালেহী আনন্দপুরী। উক্ত মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া কামনা করেন।

এছাড়াও মতলবের উন্নয়নের রুপকার বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশফাক হোসেন চৌধুরী মাহিসহ তাদের পরিবারবর্গের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া চান।

নিজস্ব প্রতিবেদক, ১০ জানুয়ারি ২০২৩