Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে মাটি খুঁড়ে যুদ্ধকালীন বুলেটসহ ৯ রাইফেল উদ্ধার
rifal pic

হাজীগঞ্জে মাটি খুঁড়ে যুদ্ধকালীন বুলেটসহ ৯ রাইফেল উদ্ধার

হাজীগঞ্জে শনিবার (২৮ জুলাই) বিকেলে মাটি খুঁড়ে ৫১ বুলেটসহ ৯ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। হাজীগঞ্জ পৌর এলাকার রান্ধুনীমুড়া নতুন ছৈয়াল বাড়ির লিটনের বসতঘরের মাটির নিচ থেকে পুরাতন রাইফেল ও বুলেট উদ্ধার করা হয়।

পুলিশ সৃত্রে জানাযায়, ছৈয়াল বাড়ির লিটনের বিল্ডিং নির্মাণের কাজ করার সময় আনুমানিক ৫ ফুট মাটির নিচে পুরাতন অকেজো ৯টি রাইফেল দেখতে পায় নির্মাণ শ্রমিকরা। নির্মাণাধীন বিল্ডিং এর মালিক লিটন থানার অফিসার ইনচার্জ মো.জাবেদুল ইসলামকে ফোনে বিষয়টি জানান।

খবর পেয়ে থানার এস আই আব্দুল মান্নান ঘটনাস্থলে গিয়ে ৯টি রাইফেল ও ৫১ টি বুলেট উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকাবাসীর ধারণা, ১৯৭১ সালের যুদ্ধ চলাকালীন সময় হয়তো এ রাইফেলগুলো লুকিয়ে রেখেছিল।

এসব উদ্ধারের ঘটনা অফিসার ইনসার্জ জাবেদুল ইসলাম নিশ্চিত করে বলেন,‘রাইফেলগুলো মাটির নিচে থাকায় পুরোপুরি অকেজো হয়ে গেছে। ধারণা নয়-নিশ্চিত যে যুদ্ধকালীন সময়ে এ রাইফেলগুলো মাটির নিচে পুতে রাখা হয়েছিল।’

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়
আপডেট, বাংলাদেশ সময় ৮: ৪০ পিএম, ২৮ জুলাই ২০১৮, শনিবার
এজি

Leave a Reply