Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে ঔষধ ব্যবসায়ীর মৃত্যু
হাজীগঞ্জে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে ঔষধ ব্যবসায়ীর মৃত্যু

হাজীগঞ্জে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে ঔষধ ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার ডেররা পেট্রল পাম্পের সামনে বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত ব্যবসায়ীর মাথা খণ্ড-বিখণ্ড রাস্তাজুড়ে ছিটকে পড়ে থাকতে দেখা যায়।

নিহত ব্যবসায়ী চাঁদপুর সদরের সুন্দরদীয়া এলাকার খোকন চন্দ্র দাস (৪৫) এবং স্থানীয় মা’ ফার্মেসীর মালিক বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে জানান, ‘স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। আমাদের দায়িত্বরত পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।’

লাশটি উদ্ধারকারী হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবদীন জানায়, ‘ট্রাকের সাথে সংঘর্ষ লেগে দুর্ঘটনাটি হয়েছে এবং ঘটনাস্থলেই খোকন চন্দ্র দাস মারা গেছে। আমরা লাশটি তৎক্ষনাৎ উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি।’

ঘাতক ট্রাকটির বিষয়ে এ কর্মকর্তা জানান, ‘ট্রাকটি স্থানীয়রা আটক করেছে, আমাদের পুলিশের আরেকটি টিম সেখানে গিয়েছে, তবে ওই ট্রাকটিই কি দুর্ঘটনার সাথে সম্পৃক্ত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যবসায়ীর পরিবারের কাউকে পাওয়া যায়নি।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:৪৭ পিএম, ০৫ অক্টোবর ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply