Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জে জুয়াখেলা ও অসামাজিক কার্যকলাপ

হাজীগঞ্জে জুয়াখেলা ও অসামাজিক কার্যকলাপ

স্পেশাল করেসপন্ডেন্ট, চাঁদপুর :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় জুয়া খেলা ও অসামাজিক কার্যকলাপের অপরাধে ৭জনকে পৃথকভাবে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত।

সোমবার (৬ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মুর্শিদুল ইসলাম।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম জানায়, ‘উপজেলার রামপুর বাজারের একটি দোকান থেকে মদপান অবস্থায় বিকেলে বানিয়াকান্দি গ্রামের আ. সাত্তারের ছেলে দুলাল গাজী (৪০), আশ্রাফ আলীর ছেলে আহসান হাবীব (৪২),ইব্রাহিম মিয়ার ছেলে মালেক হোসেন (৪৮) ও নওহাটা গ্রামের সেকান্দার আলীর ছেলে মমিন (৫০) কে আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালত এদেরকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে।’

থানার অপর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান জানান, ‘আজ (সোমবার) দুপুরে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মা-মেয়েসহ ৩ জনকে আটক করি। বিকেলে বলাখাল এলাকার বাসিন্দা নজরুল ইসলাম গাজীর মেয়ে মুক্তা বেগম (২৫) কে ৪ হাজার টাকা জরিমানা, একই সময় ভ্রাম্যমাণ আদালত মুক্তা বেগমের মা পারভীন বেগম (৪৫) ও বলাখাল দক্ষিণ পাড়ায় বসবাসকারী নেত্রকোনা জেলার বিশাখাপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে সবুজ (২৫) মিয়াকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তদেরকে সন্ধ্যায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম জানান, ‘আটককৃত ৭ জনকে তথ্য প্রমাণের ভিত্তিতে সাজা প্রদান করা হয়েছে।’

আপডেট :   বাংলাদেশ সময় : ১০:২৯ অপরাহ্ন, ২১ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ০৬ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : এমএমএ/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি