Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জে চেতনানাশক খাবার খেয়ে মা-মেয়ে অসুস্থ : আটক ২
হাজীগঞ্জে চেতনানাশক খাবার খেয়ে মা-মেয়ে অসুস্থ : আটক ২

হাজীগঞ্জে চেতনানাশক খাবার খেয়ে মা-মেয়ে অসুস্থ : আটক ২

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে ডাকাতির চেষ্টায় দু’যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আটকরা হলেন উপজেলার বাখরপাড়া গ্রামের মোফাজ্জলের পুত্র ওয়াসিম (২৫) ও তার সহযোগী ইসমাইল হোসেন (২৬)।
এদিকে চেতনানাশক খাবার খেয়ে একই পরিবারের চারজন অসুস্থ হয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এরা হলেন সাকচিপাড়া গ্রামের খালেক সর্দার বাড়ির প্রবাসী শাহ আলমের স্ত্রী কুলছুমা (৩৫), তার মেয়ে শান্তা (১৪), সুমাইয়া (১২) ও সাদিয়া (৬)।

২৯ নভেম্বর রোববার রাতে উপজেলার কালচোঁ ইউনিয়নের সাকচিপাড়া গ্রামের খালেক সর্দারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে সোমবার তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন কুলছুমা বেগম জানান, ‘রোববার সন্ধ্যায় আমার ভাগ্নে (বোনের ছেলে) ওয়াসিম তাদের বাড়িতে আসে। পরে সে খাবার খেতে রান্না ঘরে গিয়ে খাবার না খেয়ে চলে যায়। রাত ৯টার দিকে আমার মেয়েরা খাবার খাওয়ার কিছুক্ষণ পরে জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি বাড়ির অন্যদের জানাই। ডাকাতির জন্য এ ঘটনা হয়েছে তা বুঝতে পেরে বাড়ির লোকজন রাতে বাড়িতে পাহারা দেয়। পরে গভীর রাতে ওয়াসিম ৪/৫ জন যুবককে নিয়ে আমার ঘরে প্রবেশ করে। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা বাড়ির লোকজন তাদের ধাওয়া করে দু’জনকে আটক করা হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, অসুস্থ মা ও মেয়ের চিকিৎসা চলছে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৭:১০ পিএম,৩০ নভেম্বর ২০১৫, সোমবার

এমআরআর